নয়াদিল্লি, ২৬ ডিসেম্বরঃ নোট বাতিল নিয়ে আরও একবার নয়া ফরমান নিয়ে আসতে চলেছে মোদি সরকার। সূত্রের খবর, বাতিল নোটে এবার যদি কারও কাছে ১০,০০০ টাকার বেশি থাকে তবে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। তবে সেক্ষেত্রে কি শাস্তি হবে সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু বলা হয়নি কেন্দ্রের তরফে। জানা গেছে, কারোর কাছে যদি বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোটে দশ হাটার টাকার বেশি থাকে তবে তাকে ৫০,০০০ টাকা জরিমানা করা হতে পারে। অথবা সেই ব্যক্তির কাছে বাতিল নোটের যে পরিমাণ টাকা রয়েছে, তার পাঁচগুণ টাকা জরিমানা করা হতে পারে। কেবল নিজের অধিকারে বাতিল নোটে দশ হাজার টাকা থাকাই নয়, বাতিল নোটে ওই পরিমাণ টাকার লেনদেন করলেও জুটবে শাস্তি। সূত্রের খবর, এই সিদ্ধান্ত বলবৎ করতে ৩০ জানুয়ারির মধ্যে অর্ডিন্যান্স ইশ্যু করা হবে।
from Uttarbanga Sambad http://ift.tt/2iyswdF
December 27, 2016 at 01:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন