মুম্বাই, ২৭ ডিসেম্বর- জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বস-এর মঞ্চ উত্তপ্ত হয়েছিল গত শনিবার৷ শোয়ের ইতিহাসে যা কখনও হয়নি, সেদিন তাই হয়েছিল৷ প্রতিযোগী প্রিয়াঙ্কা জগ্গা মিউসের উপর দারুণ চটেছিলেন সঞ্চালক সলমন খান৷ বিগ বসের ঘরের ভিতর তাঁর অভব্য আচরণ সহ্যের সীমা ছাড়িয়েছিল বলে জানান দাবাং খান৷ আর সেই কারণেই প্রথমবার কোনও প্রতিযোগীকে শো থেকে নিষ্কাশন করেন স্বয়ং বলিউড সুপারস্টার৷ কিন্তু শো থেকে বেরোনোর পর বিস্ফোরক অভিযোগ তুলল প্রিয়াঙ্কার পরিবার৷ আর তাতেই হতবাক এই শোয়ের দর্শকরা৷ প্রিয়াঙ্কা জগ্গাকে বাড়ি থেকে তাড়ানোর সালমানের সিদ্ধান্তকে যেখানে বিগ বস সমর্থকদের একটা বড় অংশই সমর্থন করছেন, সেখানেই, প্রিয়াঙ্কা এহেন আচরণের পিছনে চাঞ্চল্যকর যুক্তি খাঁড়া করেছেন প্রিয়াঙ্কার ভাই সমীর। সমীরের দাবি, বিগ বসের বাড়িতে প্রিয়াঙ্কার গর্ভে থাকা সন্তান নষ্ট হয়ে যায়, সেই কারণেই বাড়িতে ৪ জন নারীরোগ বিশেষজ্ঞ প্রিয়াঙ্কাকে দেখতে বাড়ির ভিতরে এসেছিলেন। নিজের সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছিলেন প্রিয়াঙ্কা সেই কারণেই এহেন আচরণ। বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে একটি ভিডিও বার্তা দেন প্রিয়াঙ্কা। যেখানে নিজের সপক্ষে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, তাঁর শরীর ক্রমেই খারাপ হচ্ছিল সেকারণেই সহ প্রতিযোগীদের সঙ্গে অভব্য আচরণ করেছেন প্রিয়াঙ্কা, যা শেষমেষ সলমনকেও মেজাজ খোয়াতে বাধ্য করে। যা তাকে বাড়ির বাইরে বেরতে সাহায্য করে। তাঁর কথায়, বারবার বিগ বসকে আবেদন করা সত্ত্বেও এভিগশন ছাড়া তাঁকে বাড়ির বাইরে বেরনোর অনুমতি দিচ্ছিল না বিগ বস। সিক্রেট রুম খেকে বাড়ির ভিতরে ঢুকতে না চাইলেও তাকে জোর করে শো-তে ফিরিয়ে আনা হয়।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2imaw34
December 27, 2016 at 08:00PM
27 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top