শিলিগুড়ি, ২৬ ডিসেম্বরঃ নোটের গেরোয় এবার বেঙ্গল সাফারিও। কর্তৃপক্ষের সূত্রে জানা গিয়েছে, নভেম্বর মাস থেকে ব্যবসা প্রায় ৫০ শতাংশ কমে গিয়েছে। শালুগাড়ার কাছে সেভাবে মোবাইল নেটওয়ার্ক না থাকায় পার্কে ডিজিট্যাল পদ্ধতিতে টিকিট কেনা যাচ্ছে না। আর্থিক ক্ষতির কথা জানিয়ে ইতিমধ্যেই রাজ্যকে চিঠি দেওয়ার পাশাপাশি নেটওয়ার্ক ব্যবস্থা উন্নত করতে কর্তৃপক্ষ বিএসএনএল-কেও চিঠি দিয়েছে।
পার্কের আধিকারিকরা বলেন, ‘এলাকাটি জঙ্গল ও সেনাবাহিনীর নিজস্ব এলাকা সংলগ্ন হওয়ায় এখানে প্রথম থেকেই মোবাইল নেটওয়ার্ক ঠিকমতো কাজ করে না। টিকিট কাটার জন্য সোয়াইপ মেশিন বা ই-ওয়ালেট ব্যবস্থা চালু করতে ইন্টারনেট প্রয়োজন। কিন্তু এখানে এই পরিসেবা না থাকায় টিকিট বিক্রির জন্য ডিজিট্যাল সিস্টেম চালু করা যাচ্ছে না। নোটের গেরোয় আর্থিক ক্ষতির বিষয়টি চিঠি দিয়ে রাজ্যকে জানানো হয়েছে।’
from Uttarbanga Sambad http://ift.tt/2hiWEEU
December 27, 2016 at 02:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন