মালদা, ৫ ডিসেম্বরঃ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা দখলের লড়াইয়ে শাসক দলের দুই ছাত্র গোষ্ঠীর সংঘর্ষে সোমবার দুপুরে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। বিশ্ববিদ্যালয়ের ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এদিনের ছাত্র সংঘর্ষের জেরে দু-পক্ষের কয়েকজন আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। এদের হাসপাতালে চিকিত্সা চলছে বলেও দাবি করা হয়েছে। দু-পক্ষের তরফে পুলিশে অভিযোগের দাবি করা হলেও পুলিশ জানিয়েছে, কোনো পক্ষের লিখিত অভিযোগ তারা এখনও পাননি। সময়মতো তারা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল। দুটি ছাত্র গোষ্ঠীর মধ্যে মারামারি হয়েছে। কয়েক মিনিটের জন্য জাতীয় সড়ক অবরোধ হয়েছে। তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। মঙ্গলবার থেকে গেটে পুলিশ মোতায়েন করা হবে। এদিন অবশ্য উপাচার্য গোপালচন্দ্র মিশ্র ছিলেন না। ফোনে তিনি আধিকারিকদের কাছে খোঁজখবর নেন। তিনি জানান, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। আই কার্ড বা বিশ্ববিদ্যালয়ের প্রামাণ্য নথি ছাড়া কোনো ছাত্র যাতে ঢুকতে না পারে তা দেখা হবে।
from Uttarbanga Sambad http://ift.tt/2gZJ4ug
December 06, 2016 at 12:35AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.