রেল যোগাযোগে বিঘ্ন, যাত্রী ভোগান্তি

উত্তরবঙ্গ ও অসম ব্যুরো, ৫ ডিসেম্বরঃ নিম্ন অসমের কোকরাঝাড় স্টেশনে ফের রেল অবরোধের ফলে সোমবার ব্যাপকভাবে বিঘ্নিত হল নিম্ন অসম এবং উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থা। এদিন সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন দাবিতে রেল অবরোধ করে আদিবাসী জাতীয় পরিষদ। পরে জেলাশাসকের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধের ফলে বিভিন্ন স্টেশনের প্রচুর ট্রেন আটকে থাকে। বড়ো দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের।

আদিবাসী সংগঠনগুলির মুক্তমঞ্চ আদিবাসী জাতীয় পরিষদের নেতা বীর সিং মুন্ডা জানান, ছয়টি রাজ্যের ১৩টি জনগোষ্ঠীকে তপশিল উপজাতিভুক্তের মর্যাদা দিয়েছে কেন্দ্র। কিন্তু  অসমের আদিবাসীরা দীর্ঘদিন এই দাবি জানালেও কোনো ফল হয়নি। তাই এদিন রেল অবরোধ কর্মসূচি নেওয়া হয়েছিল। সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি থাকলেও জেলাশাসকের হস্তক্ষেপে সকাল ১১টায় তা তুলে নেওয়া হয়। অবরোধের জেরে এদিন এনজেপি থেকে গুয়াহাটি পর্যন্ত বিভিন্ন স্টেশনে ১৬টি দূরপাল্লার ট্রেনকে দাঁড় করিয়ে রাখ হয়।



from Uttarbanga Sambad http://ift.tt/2h7sghk

December 06, 2016 at 12:37AM
06 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top