ভেঙে পড়ল বিমান, জখম ১৬

মস্কো, ১৯ ডিসেম্বরঃ ভেঙে পড়েছে একটি যাত্রীবাহী রুশ বিমান। সাইবেরিয়ার তিকশি গ্রামের কাছে ইয়াকুতিয়ায় সোমবার ভেঙে পড়ে বিমানটি। ঘটনায় জীবনহানি না হলেও গুরুতর জখম হয়েছেন ১৬ জন। আহতদের উদ্ধারে নামানো হয় বেশ কয়েকটি এমআই-৮ হেলিকপ্টার। উদ্ধারকাজে হাত লাগান প্রায় শ-খানেক মানুষ। কোলটিসোভো বিমানবন্দর থেকে ইলুশিন-১৮ বিমানটি যাচ্ছিল ইকাতেরিনবাগে। বিমানে ৩২ জন যাত্রী ও আটজন বিমানকর্মী ছিলেন। দুর্ঘটনার কারণ জানা না গেলেও সূত্রের খবর, খারাপ আবহাওয়ার মধ্যেই বিমানটি রওনা দেয়।



from Uttarbanga Sambad http://ift.tt/2h77uTk

December 20, 2016 at 05:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top