লস অ্যাঞ্জেলস, ০৭ ডিসেম্বর- জেনিফার লরেন্স বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী অভিনেত্রীদের মধ্যে অন্যতম। তার অভিনয় করা চলচ্চিত্র প্রতি বছর পাঁচ বিলিওন ডলারের চেয়ে বেশি ডলার আয় করে। যা চলচ্চিত্র জগতে রেকর্ড গড়েছে বহুবার। ২০১০ সালে জেনিফার লরেন্স তার কো স্টার নিকোলাস হল্টের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। তবে তাদের এই প্রেমের পরিণতির ইতি ঘটে এক্স মেন: ডেইস অফ ফিউচার পাস্ট ইন ২০১৪ চলচ্চিত্র চলাকালীন। তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে রেয়েছে গার্ডেন পার্টি, দ্যা পর্কার হাউজ, লাইক ক্রেজি সহ নানা ব্যবসা সফল হলিউড চলচিত্র। লাখো তরুণের হৃদয় হরণকারী হলিউড দুনিয়ার এক নক্ষত্রের নাম জেনিফার লরেন্স। তার জন্ম ১৯৯০ সালের ১৫ আগস্ট। পরিবারে মা এবং বাবার সাথে আছে দুই ভাই, বেন এবং লরেন্স। ছোট থেকেই তিনি খেলাপ্রেমী। বাস্কেট বল, হকিসহ আরো অনেক খেলায় পারদর্শী। বাবা খেলার টিমের কোচ থাকার সুবাদে ছেলেবেলা লরেন্সের কাটে ছেলেদের টিমে খেলার মাধ্যমে। তবে ছোট থেকেই চাইতেন মানুষ তাকে কাজের মাধ্যমে চিনুক। সেই লক্ষ্যেই তিনি বেছে নিয়েছেন অভিনয়ের দুনিয়া। হাইস্কুলে থাকতে জেনিফার লরেন্সের ইচ্ছা ছিলো ডাক্তার হওয়ার। জেনিফার লরেন্সের পছন্দের আইসক্রিম হচ্ছে ভেনিলা আইসক্রিম। জেনিফার তার স্কুল জীবনের শেষে অভিনয়ের প্রতি মনোযোগী হন। অবসর সময়ে তিনি স্কেটবর্ডিং করতে ভালোবাসেন। ফ্যাশন সচেতন হিসেবে তার সুনাম রয়েছে বেশ। নিত্যনতুন ফ্যাশন নিজের মাঝে তুলে ধরা তার পছন্দের একটি কাজ। জেনিফার লরেন্সের পছন্দের ব্র্যান্ড লা লা ল্যান্ড। তার ট্রাউজার হচ্ছে আকারে বড় এবং পায়ের কাছে নানা ফুলের এম্বয়ডারি করা। এর সাথে আছে লা পারলে ব্র্যান্ডের বডিশুট। ট্রাউজার হচ্ছে টপ মার্ক যে-ল ব্যান্ডের। স্কার্ট পরে থাকেন জে-লোস ইমবেলিশডওল্টোজার ব্যান্ডের। এটির নিচের দিকটা খাঁচ কাটা এবং লম্বায় এটি পা পর্যন্ত। জেনিফার লরেন্স স্কিন লাইন কোটের সাথে জিন্স এবং বুট পরতে ভালোবাসেন। আর সানগ্লাসের ক্ষেত্রে তার পছন্দ জে-লো ব্যান্ড। তার পছন্দের পোশাকের ক্ষেত্রে আছে পপি রেড ওয়েস্টকোড, এটি দেখতে কিছুটা কোটেরমতোএবং এটি হাঁটু পর্যন্ত লম্বা। আর/০৮:১৪/০৭ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hfJNnh
December 07, 2016 at 02:52PM
07 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top