মুম্বাই, ০৭ ডিসেম্বর- অভিনয়ে অসাধারণ হলেও ফ্যাশনের ব্যাপারে খুব একটা সচেতন নন বলিউড তারকা আমির খান। মুম্বাইয়ের একটি পোশাকের দোকান উদ্বোধন করতে গিয়ে নিজের ফ্যাশন নিয়ে মুখ খোলেন এ তারকা। দঙ্গল ছবিতে তার দুই সহশিল্পী সানিয়া ও ফাতিমাকে নিয়ে উদ্বোধনীয় অনুষ্ঠানে উপস্থিত হন আমির। সিনেমায় দুইজনই আমিরের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। অনুষ্ঠানে আমির জানান তার ফ্যাশন জ্ঞানহীনতার কথা। বলিউড তারকা বলেন, ভুলভাল পোশাক পরেই আমি অভ্যস্ত। আমার ফ্যাশন নিয়ে মানুষ তেমন মাথা ঘামায় না। সে জন্যই ফ্যাশন জ্ঞান এত খারাপ হওয়ার পরেও আমি এ নিয়ে একেবারে নির্ভার থাকি। সানিয়া ও ফাতিমার প্রশংসা করে এ অভিনেতা বলেন, ওরা দুজন তো ফ্যাশনের রানি। তারা প্রায়ই আমাকে ফ্যাশন নিয়ে নানা পরামর্শ দেয়। একবার সালমান খানের অনুরোধে, তার দাতব্য সংগঠন বিং হিউম্যান-এর অনুষ্ঠানে উপস্থিত হন আমির খান। পুরস্কার দেওয়ার কোনো আয়োজনে যান না এ বলিউড অভিনেতা। নিজের ফ্যাশনবোধ নিয়ে তিনি যা-ই বলুন না কেন, কিন্তু ভক্তেরা তাদের প্রিয় তারকার ভুলভাল স্টাইল দেখেই মুগ্ধ। আর/০৮:১৪/০৭ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gQwlcQ
December 07, 2016 at 02:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top