বিশ্বনাথে ১৩ মোটরসাইকেল আরোহীকে জরিমানা

index-23

বিশ্বনাথ (সিলেট ) প্রতিনিধি :: সিলেট নিষেধাজ্ঞা অমান্য করায় সিলেটের বিশ্বনাথে ১৩ মোটরসাইকেল আরোহীকে ৩৫ শত টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের ‘বাসিয়া সেতুর’ ওপর অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট (উপজেলা নির্বাহী অফিসার) অমিতাভ পরাগ তালুকদার। অভিযান পরিচালনায় সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার এস.আই কল্লোল গোস্বামীসহ একদল পুলিশ।

জানাগেছে, সিলেট জেলা পরিষদের নির্বাচন আগামীকাল বুধবার এ উপলক্ষে ২৫ ডিসেম্বর মধ্যরাত থেকে ২৮ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বিশ্বনাথে মোটরসাইকেল চলাচলে ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। গতকাল মঙ্গলবার নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলা সদরে মোটরসাইকেল চলাচল করায় ১৩ মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার সত্যতা স্বীকার করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট (উপজেলা নির্বাহী অফিসার) অমিতাভ পরাগ তালুকদার বলেন, ১৩ মোটরসাইকেল আরোহীকে ৩৫শত টাকা জরিমানা করা হয়।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2iAkTzx

December 27, 2016 at 08:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top