ডেনফোর্থ, ২১ ডিসেম্বর- গত ১৮ই ডিসেম্বর, ২০১৬ বিকাল তিনটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডা ইন্ক এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে রেড হট তন্দুরি, ৩০২৬ ডেনফোর্থ এভেন্যুয়ে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুপ সেনগুপ্ত এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সমর পাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক এ এম এম তোহা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোহাম্মদ ইলিয়াস মিয়া। এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সহ সভাপতি ও বিশিষ্ট সংগঠক মোহাম্মদ আমিন মিয়া। বক্তারা এখন সাম্প্রদায়িক মুক্ত ও রাজাকার মুক্ত দেশ গড়ার শপথ গ্রহণ করেন। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে সঙ্গীত পরিবেশন করেন সৈয়দা সেলিনা সারওয়ার, তানভী হক, অনুপ সেনগুপ্ত, কানিজ ফাতিমা, সাজ্জাদ হোসাইন, অনিতা পাল, আনোয়ার সাদাত, আফরোজা মমতাজ, নাসিমা বেগম লাভলী ও তনুশ্রী ভট্টাচার্য। নৃত্য পরিবেশন করেন বিশিষ্ট নৃত্য শিল্পী মাতৃকা পাল। এতে কবিতা আবৃত্তি করেন আফরোজা মমতাজ। সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তানভী হক। এখানে উল্লখ্য যে, শৈত্য প্রবাহ এবং প্রতিকূল আবহাওয়া থাকা সত্বেও প্রচুর দর্শক সমাগম ঘটে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hdgczj
December 22, 2016 at 06:23AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top