শিলিগুড়ি, ২৭ ডিসেম্বরঃ নগদ টাকার অভাবে ভোগান্তির আশঙ্কাকে উড়িয়ে দিয়ে শিলিগুড়ির হস্তশিল্প মেলায় চলছে রেকর্ড বিক্রিবাট্টা। অন্যন্য দিনে ক্যাশলেস ব্যবস্থায় মেলায় গড়ে ৩০-৩৫ হাজার টাকার বিক্রিবাট্টা হলেও বড়োদিনের দিন এই ব্যবস্থায় এখানে প্রায় দেড় লক্ষ টাকার সামগ্রী অনায়াসে বিকিয়েছে। নোটের গেরোয় আর চারদিকে ভোগান্তি হলেও এখানে উলোটপুরাণ হওয়ায় রাজ্য সরকার কার্যত স্পিকটি নট।
রাজ্যের ২৫টি জেলা থেকে বহু হস্তশিল্পী এই মেলায় অংশ নিয়েছেন। মেলায় ২৫টি স্টল থাকলেও প্রায় ৭৫০ জন শিল্পী নিজেদের হস্তশিল্প নিয়ে মেলায় ভিড় জমিয়েছেন। অন্যান্য বছরের তুলনায় এবছর মেলার গোড়া থেকে বেচাকেনা ভালো হওয়ায় ব্যবসায়ীরা খুশি। দপ্তর সূত্রে জানা গিয়েছে, সামগ্রিক পরিস্থিতির উপর নজর রেখে এবার মেলা কর্তৃপক্ষ দুটি ক্যাশলেস কাউন্টার তৈরি করেছে। যেখানে সোয়াইপ মেশিন বসানো হয়েছে। ক্রেতারা বিভিন্ন সামগ্রী কিনে ডেবিট বা ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে চাইলে স্টল নম্বর ও স্টল থেকে দেওয়া টোকেন দেখিয়ে ওই কাউন্টারগুলিতে দাম মেটাতে পারবেন। পরে প্রতিদিনের হিসাবমতো হস্তশিল্পীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। অনেকে আবার নিজস্ব উদ্যোগে পেটিএম ওয়ালেটের মাধ্যমে বিক্রিবাট্টার বন্দোবস্ত করেছেন। তাতেও বেশ সাড়া মিলেছে বলে জানা গিয়েছে।
from Uttarbanga Sambad http://ift.tt/2iDFyXk
December 28, 2016 at 04:50PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.