জেলা পরিষদ নির্বাচনে সংঘর্ষ; ৪ সাংবাদিক লাঞ্ছিত

madaripur-28-12-16-clash-of-district-council-elections-4-journalist-assaulted-pic-1অজয় কুন্ডু: মাদারীপুরে জেলা পরিষদ নির্বাচন শুরু আগে ভোটকেন্দ্রে প্রবেশ নিয়ে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়। সকাল ৮টায় রাজৈর উপজেলার ৬নং ভোটকেন্দ্র হোসেনপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এতে আহত হয় ৩ জন। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। madaripur-28-12-16-clash-of-district-council-elections-4-journalist-assaulted-pic-3অন্যদিকে বেলা ১২টার দিকে সদস্য প্রার্থী ফারুক খানের সর্মথনরা সদরের ৯নং ভোটকেন্দ্র দখল করতে গেলে পুলিশের বাঁধায় ফিরে আসে। ছবি তুলতে গেলে সময় টিভির রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ, চিত্র সাংবাদিক শাহাদাৎ আকন, দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি অজয় কুন্ডু এবং দৈনিক ঢাকার ডাকা পত্রিকার জেলা প্রতিনিধি আরিফুর রহমান আরিফকে লাঞ্ছিত করা হয়।
madaripur-28-12-16-clash-of-district-council-elections-4-journalist-assaulted-pic-4এ সময় ফারুক খান সাংবাদিকদের জীবন নাশের ভয় দেখিয়ে বলেন, তোদের জীবন বড় নাকি সাংবাদিকতা বড়। আমি ১০ সেকেন্ড গোনবো এর মধ্যে এখান থেকে না বের হলে অবস্থা ভালো হবে না। পরে ফারুক খানসহ তার সমর্থিত লোকেদের সাথে সাংবাদিকদের হাতাহাতি হয়। অবস্থা বেগতিক দেখে র‌্যাব ও অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2hMSoyC

December 28, 2016 at 04:29PM
28 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top