হঠাৎ বিশ্বনাথে গুড়িগুড়ি বৃষ্টি

images

মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে সোমবার রাত সাড়ে টায় হঠাৎ গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। এতে উপজেলা সদরের অবস্থানকারী লোকজন দিক-বিদেক ছুটা-ছুটি করতে দেখা যায়। তবে বৃষ্টি স্থানীয় ছিলনা। বৃষ্টির সঙ্গে হালকা বাতাস শুরু হয়। তবে প্রচুর বৃষ্টি হলে বোরো চাষিরা খুশি হতেন বলে জানান কয়েকজন কৃষক। আর বৃষ্টি হতে পারে বলে ধারনা করছেন এলাকাবাসী। বৃষ্টি হলে শীতের প্রকোপ আরও বৃদ্ধি পাবে বলে এলাকার সচেতনমহল মনে করেন। বৃষ্টি ও হালকা বাতাস হওয়ায় শীতের প্রকোপ কিছুটা বৃদ্ধি পায়।  উপজেলার বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে থাকে। সেই সঙ্গে মেঘলা আকাশের প্রভাবে মৃদু বাতাস বইতে শুরু করে। তবে এরির্পোট সোমবার রাত ১০টায় লেখা পর্যন্ত গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল।

এদিকে, হঠাৎ করে তাপমাত্রার পরিবর্তনে শীতকালীন রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। এক্ষেত্রে নবজাতক ও বয়স্কদের বেশি ভোগাবে বলে মনে করছেন চিকিৎসকরা। এ অবস্থায় গরম কাপড়ের সঙ্গে যথাসম্ভব ঘরে অবস্থানের পরামর্শ দিয়েছেন তারা।  শীতের তীব্রতা বৃদ্ধি ফলে শিশু ও বৃদ্ধ লোকজনের সর্দি, কার্শি, হাঁপানিসহ নানা রোগও উপসর্গ দেখা দিতে পারে বলে চিকিৎসকরা জানান। তাদের কষ্টের মাত্রা বেড়ে গেছে।

শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় লেপ-তোশক, ছাদর, সোয়েটারসহ গরম কাপড়ের চাহিদা বহুগুণ বেড়ে যাওয়ায় দামও বৃদ্ধি পেয়েছে। মোটা কাপড়ের দোকানে মানুষের ভীড় লক্ষ্য করা গেলেও দাম বেশি হওয়ায় নিম্ম আয়ের মানুষজন তা কিনতে পারছেননা। উপজেলা সদরে অস্থায়ী পুরনো কাপড়ের দোকানগুলোতে নিম্ম আয়ের মানুষের ভীড় দিনদিন বেড়ে  যাচ্ছে। বিশ্বনাথে কোনো রাজনৈতিক দল এ পর্যন্ত শীতার্ত মানুষের পাশে দাড়ানোর সংবাদ পাওয়া যায়নি। তবে হাতাগনা কয়েকটি সামাজিক সংগঠন এলাকার শীতার্ত মানুষের মধ্যে কিছু কম্বল বিতরণ করেছে।

ব্যবসায়ী বাবুল মিয়া্ বলেন, হঠাৎ করে রাতে কয়েক ফোটা বৃষ্টির পড়তে শুরু করে। এতে কয়েকজন পথচারী দৌড়ে দোকান ঘরে প্রবেশ করেন।

প্রবাসী অধ্যূষিত বিশ্বনাথে শীতার্ত মানুষের পাশে দাড়াতে বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন,বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, বিভিন্ন দাতা সংস্থা ও বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহবান জানিয়েছেন।

স্থানীয় চিকিৎসক এম এ কুদ্দুছ চৌধুরী বলেন, শীতকালে নবজাতক ও অপুষ্টিতে ভোগা শিশুদের সর্দি কাশি, নিউমোনিয়া ও টনসিলের প্রভাব বেড়ে যায়। এমনকি মৃত্যুঝুঁকিও থাকে কোনো কোনো ক্ষেত্রে। এছাড়া ডায়রিয়া, হাঁপানি, ব্রঙ্কাইটিসসহ শীতকালীন নানা রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে। সেজন্য বিশুদ্ধ খাবার পানি, পরিচ্ছন্নতার সঙ্গে গরম কাপড় পরিধানের পরামর্শ দিয়েছেন তিনি। বয়স্কদের ক্ষেত্রেও সমান সতর্কতা অবলম্বনের প্রতি গুরুত্বারোপ করেছেন।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2hHBykM

December 26, 2016 at 11:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top