বিজয় দিবসের কুচকাওয়াজ দেখে বাড়ী ফেরার পথে ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত

চাঁপাইনবাবগঞ্জ শহরের কল্যানপুর নয়াগোলা এলাকায় বিজয় দিবসের কুচকাওয়াজ দেখে বাড়ী ফেরার পথে ট্রাক চাপায় বায়েজিদ (১৩) নামে বাইসাইকেল আরোহী এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। সে পৌর এলাকার নয়াগোলা ঘাটপাড়ার আবু বক্করের ছেলে।
সদর থানার উপপরিদর্শক(এসআই) গাফফার হোসেন জানান, শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা স্টেডিয়ামে বিজয় দিবসের কুচকাওয়াজ দেখে বাইসাইকেলে বাড়ী ফেরার সময় কল্যানপুর নয়াগোলা এলাকায় একটি খালি  ট্রাক (নং ঢাকা মেট্রো ট ১৪-৫২৮৫) বায়েজিদকে চাপা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হয় সে। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে সদর হাসপাতলে নেবার পথে সে মারা যায়। জনতা ঘাতক ট্রাকটি ও এর চালক  আজিজুলকে আটক করে। সংবাদ পেয়ে দূপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ও ট্রাকটি থানায় নিয়ে আসে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-১২-১৬


from Chapainawabganjnews http://ift.tt/2gT6sJ0

December 16, 2016 at 05:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top