পাক হানাদারদের আত্মসমার্পণের মূর্হুত স্মরণ করলো গণজাগরণ মঞ্চ

বিজয় দিবসের চারটা ৩১ মিনিটে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের সময়টিতে গণজাগরণ মঞ্চ, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে বড় জাতীয় পতাকা ধরে এতে অংশ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও শিক্ষার্থীরা। এসময় সেখানে উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর) নায়েক নবীর উদ্দীনের স্ত্রী মাজেদা বেগম, মেয়ে মরিয়ম বেগম, নূরজাহান, ছেলে নূর ইসলাম, জামাই কামাল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সুলতানা রাজিয়া প্রমূখ।
জাতীয় সংগীত পরিবেশনা শেষে পতাকা হাতে শহরে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মুক্তমঞ্চে এসে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। এসময় বক্তব্য দেন নবীর উদ্দীনের জামাই কামাল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক, সাংবাদিক আনোয়ার হোসেন প্রমূখ।
কর্মসুচিতে অংশ নেন, জেলা সিপিবি’র সভাপতি এ্যাড. সাইদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা রফিক হাসান বাবলু, কামাল উদ্দীন, মিজানুর রহমান মিজান, শহীদুল হুদা অলক, ফাইজার রহমান কনক, শিক্ষক আব্দুল জলিল, আবুল কালাম আজাদ, ছাত্রনেতা আব্দুল মজিদ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-১২-১৬


from Chapainawabganjnews http://ift.tt/2hWyxwq

December 16, 2016 at 08:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top