ডিজিটাল লেনদেনে একগুচ্ছ ছাড়ের ঘোষণা অর্থমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ নোট বাতিলের পূর্ণ হল এক মাস। একদিকে যখন বিরোধীদলগুলি  ৮ ডিসেম্বরকে কালাদিবস হিসেবে পালন করতে ব্যস্ত, অন্যদিকে  তখন ডিজিটাল লেনদেনে একগুচ্ছ ছাড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী অরুন জেটলি। ঠিক যেন শপিংমলে ব্যবহার করা কার্ডের অফারের মতো। ছাড়গুলি হল-

১) পেট্রোল পাম্পে তেলের দামের উপর পাওয়া যাবে ০.৭৫ শতাংশ ছাড়।

২) ২০০০ টাকা পর্যন্ত লেনদেনে কোনো পরিসেবা কর লাগবে না।

৩) জাতীয় সড়কে টোল প্লাজায় পাওয়া যাবে ১০ শতাংশ ছাড়।

৪) নাবার্ড কো অপারেটিভ ব্যাংকের মাধ্যমে ৪.৩২ কোটি কিষান ক্রেডিট কার্ড হোল্ডারকে রুপে কিষান কার্ড দেওয়া হবে।

৫) অনলাইনে রেলের টিকিট কাটলে বিনামূল্যে ১০ লক্ষ টাকা পর্যন্ত দূর্ঘটনাজনিত বিমার সুবিধা।

৬) মান্থলি রেলের টিকিটে ০.৫ শতাংশ ছাড়। এই পরিষেবা চালু হবে ১ জানুয়ারি ২০১৭ থেকে।

৭) কেটারিং, রিটায়রিং রুম সহ রেলের পেইড সার্ভিসগুলিতে পাওয়া যাবে ১০ শতাংশ পর্যন্ত ছাড়।

৮) প্রিমিয়াম বা নতুন পলিসির ক্ষেত্রে জেনারেল ইনসিওরেন্সে মিলবে ১০ শতাংশ এবং লাইফ ইনসিওরেন্সে মিলবে ৮ শতাংশ ছাড়।

৯) ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের দপ্তর এবং সংস্থাগুলি কোনো চার্জ নেবে না।



from Uttarbanga Sambad http://ift.tt/2haSLmY

December 08, 2016 at 11:14PM
08 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top