ঢাকা, ০৮ ডিসেম্বর- বিপিএলের চলতি আসরে নিজেকে মেলে ধরার সুযোগ কয়েকবারই এসেছে নাসির হোসেনের সামনে। কিন্তু সেগুলো খুব একটা কাজে লাগাতে পারেননি এই অলরাউন্ডার। ফাইনালে তেমন কোনো সুযোগ এলে দুই হাতে কাজে লাগাতে উন্মুখ হয়ে আছেন নিজেকে খুঁজে ফেরা নাসির। আগামী শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে রাজশাহী কিংসের বিপক্ষে খেলবে ঢাকা। খেলা শুরু হবে সন্ধ্যা পৌনে ছয়টায়। ম্যাচের আগের দিন ঢাকার প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা নাসির জানান নিজের আক্ষেপের কথা। আমি ব্যাট হাতে এবার যা করেছি, এর চেয়ে অনেক বেশি ভালো করার সুযোগ ছিল। আমি তা করতে পারিনি। ৯ ইনিংসে ২১.১১ গড়ে ১৯০ রান করেন নাসির। ১১৭.২৮ স্ট্রাইক রেটে রান করা এই ডানহাতি ব্যাটসম্যানের সেরা ৪৩। প্রতিপক্ষ দলে ড্যারেন স্যামির মতো একজন আছেন, যিনি নিজের দিনে যে কোনো দলের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারেন। ঢাকা দলে আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো আছেন, একই সামর্থ্য আছে তাদেরও। তবে নাসিরের বিশ্বাস, শিরোপা জিততে হলে অবদান রাখতে হবে সবাইকে। আমাদের দেলের ১১ জনই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এমন কেউ নেই যিনি একাই ম্যাচ জেতাবেন। ফাইনালে জিততে হলে সবাইকে অবদান রাখতে হবে। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো। স্যামির মানের ক্রিকেটার আমাদের দলেও আছে। আমরা ওদের নিয়ে ভাবছি না। নিজেদের খেলাটা নিয়েই ভাবছি। চলতি আসরে এর আগে দুই দেখাতেই রাজশাহীর কাছে হেরেছে ঢাকা। সেই হারের জন্য ফাইনালে দল মানসিকভাবে পিছিয়ে থাকবে এমনটা ভাবছেন না নাসির। অবশ্যই ফাইনাল বড় ম্যাচ। আমাদের ওপর যেমন চাপ থাকবে, ওদের ওপরও তেমন থাকবে। আমাদের এখন প্রধান কাজ মাঠে ঠিক মতো ব্যাটে-বলে পারফর্ম করা। মাঠে আমাদের সেরা খেলাটা খেলতে হবে। ওরা ফাইনালে খেলছে, ওরা নিজেদের প্রমাণ করেই এসেছে। ফাইনালে যারা কম ভুল করবে তারাই জিতবে। আর/১২:১৪/০৮ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ggqMVM
December 09, 2016 at 05:25AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top