কুমিল্লায় ৩ ভারতীয় নাগরিকসহ ৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা সদর উপজেলার বারপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় ৩ ভারতীয়সহ ৪জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছে কোন পাসপোর্ট বা অনুপ্রবেশের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বারপাড়া সংলগ্ন কুচাইতলী এলাকায় মাহবুব নামের এক ব্যাক্তির বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা সোয়া ৫ টায় কোতয়ালী থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় ভূয়া কবিরাজ সেজেঁ সাধারন মানুষদের সাথে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়া ভন্ড কবিরাজ মাহবুবের ঘর থেকে তার সহযোগী হিসেবে কাজ করা ৩ ভারতীয়সহ তাকে আটক করে।

দীর্ঘ দিন থেকে বারপাড়া কুচাইতলী এলাকায় মাহবুব কবিরাজ সেজে সাধারন মানুষদের প্রতারণা করে আসছিল। পরে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো- ভারতের ত্রিপুরা রাজ্যের আলমগীর গাজী, মামুনুর রহমান ও বাবুল মিয়া। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে কোতয়ালী থানা সুত্র জানায়।

The post কুমিল্লায় ৩ ভারতীয় নাগরিকসহ ৪ জন আটক appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2fZHCmQ

December 04, 2016 at 10:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top