ঢাকা, ১২ ডিসেম্বর- একদিন আগেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন বছর পর খেলতে নেমে পেয়েছেন সেঞ্চুরি। ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল এবার আরেকটা সুখবর জানালেন। আগামী ১৮ ডিসেম্বর কাতারে খেলবেন তিনি শহীদ আফ্রিদির নেতৃত্বাধীন বিশ্ব একাদশে। কাতারের জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হবে ন্যাশনাল ডে ক্রিকেট কাপ। সেখানে ১৬ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। প্রথমটা টি-টোয়েন্টি, পরেরটা ওয়ানডে। টি-টোয়েন্টি না খেললেও ওয়ানডে দলে আছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। বিশ্ব একাদশ দুটি ম্যাচই খেলবে কাতারের বিপক্ষে। প্রো ইভেন্ট নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এই দুটি ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে কাতারে প্রবাসী ভারত, পাকিস্তান ও বাংলাদেশি দর্শকদের মধ্যে সারা ফেলতে চায়। সেখানে আশরাফুল ছাড়াও আছেন জাতীয় দলের সাবেক পেসার ও সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা মোহাম্মদ শরীফ। দলের অধিনায়ক শহীদ আফ্রিদিকেই কেবল দুটি ম্যাচে দেখা যাবে। বাকিদের দেখা যাবে একটি করে ম্যাচে। জানিয়ে রাখা ভালো, বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগের (বিপিএল) দ্বিতীয় আসরে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় আশরাফুলকে আট বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছিল। চলতি বছরের ১৩ আগস্ট সেই নিষেধাজ্ঞা শেষ হয়। এ ছাড়াও জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রোর হয়ে দেখা গেছে তাকে। তবে এখনও বিপিএলের মতো ফ্রাঞ্চাইজি ক্রিকেটের আসরগুলোয় খেলতে পারছেন না তিনি। সেই নিষেধাজ্ঞা উঠে যেতে আরও দুবছর সময় লাগবে। বিশ্ব একাদশের স্কোয়াড: শহীদ আফ্রিদি, সালমান বাট, আব্দুর রাজ্জাক, শোয়েব মকসুদ, কামরান আকমল, উমর আকমল, মোহাম্মদ সামি, সাঈদ আজমল, ফাওয়াদ আলম, ইউসুফ পাঠান, মোহাম্মদ কাইফ, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ শরীফ, জেরোম টেলর, কেসরিক উইলিয়ামস, লক্ষীপতি বালাজি, পারভিজ মারুফ, চামিন্দা ভাস, হার্শেল গিবস, ইমরান তাহির, নওরোজ মঙ্গল, লিয়াম প্লাঙ্কেট। আর/১৭:১৪/১২ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hq657r
December 13, 2016 at 05:32AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top