ইউপি চেয়ারম্যান অপহরণ ঘটনায় এমপি ওদুদের ভাইরা ভাই পিন্টুকে প্রধান আসামী করে মামলা

শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামশুল হককে অপহরণের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের এমপি আব্দুল ওদুদের ভাইরা ভাই ও জেলা পরিষদ নির্বাচনে ১০ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মোস্তাকুল ইসলাম পিন্টুকে প্রধান আসামী করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে শামশুল হক বাদী হয়ে মোট ৯ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। তবে এ সংবাদ লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। এদিকে মামলা দায়েরের প্রতিবাদে রোববার রাত সাড়ে ১০টার দিকে মহারাজপুর ঘোড়াষ্ট্যান্ড এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে পিন্টুর সমর্থকরা। এসময় মহাসড়কের দুধারে পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। তবে, কিছু সময় পর পুলিশ পদক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। রোববার রাতে বেশ কিছু ককটেল বিষ্ফোরণের শব্দ শোনা গেলেও সোমবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ টহল জোরদার করা হয়েছে।
অন্যদিকে সোমবার বিকেলে এ ঘটনার প্রতিবাদে সত্রাজিতপুর বাজারে প্রক্তন ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলীর সভাপত্বিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ইউপি সদস্য জালাল উদ্দিন, ডা. আলহাজ্ব আল-মোতাসিম বিল্লাহ্, মাওলানা আকবর হোসাইন ও অধ্যাপক আবদুস সালাম। এসময় ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, উদ্ধার হওয়া চেয়ারম্যান শামসুল হকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১২-১২-১৬


from Chapainawabganjnews http://ift.tt/2gx8tfa

December 12, 2016 at 11:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top