নয়া দিল্লী, ২৮ ডিসেম্বর- আইসিসি-র বর্ষসেরা সম্মান পাওয়ার পর এবার অশ্বিনের কাঁধে এসে পড়ল নতুন এক দায়িত্ব। এই দায়িত্বই অশ্বিনের পারফরমেন্সের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না তো। কিছুদিন আগেই আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন। সুযোগ পেয়েছেন আইসিসি-র টেস্ট দলেও। এবার অশ্বিনের মাথায় যুক্ত হতে চলেছে নতুন পালক। ভারতের টেস্ট দলের সহ অধিনায়কের দায়িত্ব নিতে চলেছেন অশ্বিন। মঙ্গলবার ভারতের ক্রিকেট বোর্ডের নির্বাচকেরা এই সিদ্ধান্ত নেন। আগামী টেস্ট ম্যাচগুলিতে ২২ গজে সহ অধিনায়কের দায়িত্ব সামলাবেন অশ্বিন। ঘরের মাঠে ইংল্যান্ডকে ৫ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ টেস্ট চলাকালীনই এই সিদ্ধান্ত নেন বিসিসিআই নির্বাচকেরা। বিরাট কোহলি অধিনায়কের পদ পাওয়ার পর অজিঙ্ক রাহানে ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক ছিলেন। ইংল্যান্ডের প্র্যাকটিস ম্যাচে আঙ্গুলে চোট পাওয়ার ফলে সিরিজ থেকে ছিটকে যান অজিঙ্ক রাহানে। এরপরেই অশ্বিনকে সহ-অধিনায়ক করার জন্য প্রস্তাব ওঠে। অন্যদিকে অশ্বিন ভারতের টেস্ট দলের সহ অধিনায়ক হওয়ায় দল আরও মজবুত হবে বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। অন্যদিকে অভিজ্ঞ হওয়ায় দলকে সঠিক নেতৃত্বও দিতে পারবেন অশ্বিন। আর/১০:১৪/২৮ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iEF7wb
December 29, 2016 at 04:03AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন