টরন্টো, ০৬ ডিসেম্বর- জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো, কানাডা গত ৪ঠা ডিসেম্বর (রবিবার) মায়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের উপর মায়ানমার সরকারী বাহিনী ও কিছু সংখ্যক বৌদ্ধ ভিক্ষু কর্তৃক সংঘটিত চলমান গণহত্যা, গণধর্ষণ, বাড়ী-ঘর পুড়ানো, নারী ও শিশু নির্যাতন এবংসর্বোপরি গুরুতর মানবাধিকার লংঘনের প্রতিবাদে এক বিরাট মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করে। নগরীর প্রাণকেন্দ্র ডানডাজ স্কয়ারে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্য বিভিন্ন সংগঠনও অংশগ্রহন করে। উল্লেখ্য যে, ডিসেম্বর মাসের হিমশীতল আবহাওয়া আর কনকনে ঠান্ডা বাতাসকে উপেক্ষা করে ছোট ছোট শিশু ও বয়স্ক সহ সব বয়সের নারী-পুরুষেরা এ কর্মসূচীতে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করেন, যা বিকাল সাড়ে তিনটায় শুরু হয়ে সন্ধ্যা পৌনে পাঁচটায় শেষ হয়। আরো উল্লেখ্য যে,রোহিঙ্গা সম্প্রদায়ের কিছু স্যংখক সদস্যও এ কর্মসূচীতে অংশগ্রহন করেন। প্রতিবাদকারীগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, নির্যাতন ইত্যাদি বিভিন্ন মানবতাবিরোধী লেখা সম্বলিত প্লেকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। প্রতিবাদ কর্মসূচীর পুরো সময় জুড়ে এসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্যদের নেতৃত্বে বিভিন্ন মানবতাবিরোধী স্লোগানে স্লোগানে উক্ত এলাকা সরগরম হয়ে উঠে। নগরীর ব্যস্ততম এ এলাকার অধিবাসীগণ সহ অসংখ্য পথচারী ও যানবাহনের যাত্রীগণ ঐৎসুক্যভরে এ প্রতিবাদ কর্মসূচী অবলোকন করেন। এসময় অনেককে হাত নাড়িয়ে প্রতিবাদ কর্মসূচীর সাথে তাদের সংহতি প্রকাশ করতে দেখা যায়। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচীকে সাফল্যমন্ডিত করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের মধ্যে অন্যতম হলেন এসোসিয়েশনের প্রেসিডেন্ট মিজানুর চৌধুরী, সহকারী সাধারণ সম্পাদক কোহিনূর তানভীর, ক্রীড়া সম্পাদক মেহেদী মারুফ শরীফ, সহকারী ক্রীড়া সম্পাদক কাশেম আহমেদ জয়, কার্যকরী পরিষদের সদস্য জাভেদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ফয়জুল চৌধুরী, ফেডারেল এম, পি, মিস্টার বিল ব্লেয়ারের কনষ্টিটুয়েন্সি ম্যানেজার সারওয়ার চৌধুরী, কম্যুনিটির বিশিষ্ট রিয়েল এস্টেট বিশেষজ্ঞ এনামুল হক কায়সার, কম্যুনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ফরিদুল ইসলাম চৌধুরী (রাফে), কম্যুনিটির বিশিষ্ট আই, টি বিশেষজ্ঞ ইলিয়াস খান প্রমূখ। কানাডিয়ান রোহিঙ্গা এসোসিয়েশনের এক্সেকিউটিভ ডিরেক্টর আরোয়ান আরাকানী এবং কানাডিয়ান ইয়ুথ রোহিঙ্গা এসোসিয়েশনের সদস্য আজিজ নূর অত্যন্ত মর্মর্স্পর্শী ভাষায় রোহিঙ্গা জনগণের উপর সংঘটিত অবর্ণনীয় অত্যাচারের বর্ণনা করেন যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তুলে। আরো বক্ত্যব্য প্রদান করেন ফেডারেল এম, পি, মিস্টার বিল ব্লেয়ারের কনষ্টিটুয়েন্সি ম্যানেজার সারওয়ার চৌধুরী। তাছাড়া এসোসিয়েশনের সহকারী সাধারণ সম্পাদক কোহিনূর তানভীর, ক্রীড়া সম্পাদক মেহেদী মারুফ শরীফ ও সহকারী ক্রীড়া সম্পাদক কাশেম আহমেদ জয় এসোসিয়েশনের পক্ষ্য থেকে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচীর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সংক্ষিপ্ত বক্ত্যব্য প্রদান করেন। তাহারা মায়ানমার সরকার এবং অং সান সূচীর ভূমিকার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং কানাডা সহ বিশ্বের সব প্রভাবশালী রাষ্ট্র সমূহকে এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য উদাত্ত আহ্ববান জানান। তাহারা এ কর্মসূচীকে সর্বাত্বকভাবে সফল করার জন্য অংশগ্রণকারী সবাইকে ধন্যবাদ প্রদান করেন। স্থানীয় টিভি চ্যানেলগুলো গুরুত্ব সহকারে এ কর্মসূচীর সংবাদ প্রচার করে। জনপ্রিয় টিভি চ্যানেল সি,টিভি (CTV) এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সাকের মোস্তাফা চৌধূরীর বক্তব্য গ্রহণ করে যা পরবর্তীতে উক্ত টিভি চ্যানেলের সংবাদে পরিবেশিত হয়।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2g3sSrV
December 06, 2016 at 04:42PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
ফিলাডেলফিয়ার রাজনীতিতে বাংলাদেশি অভিবাসীদের জয়জয়কার
07 Oct 20200টিপেনসিলভানিয়া, ৭ অক্টোবর- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সনদ যে নগরীতে গৃহীত হয়েছিল, সেই ফিলাডেলফিয়ার রাজন...আরও পড়ুন »
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলার গোলাপগঞ্জের যুবক নিহত
05 Oct 20200টিকেপটাউন, ০৫ অক্টোবর- দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় সিলেটের গোলাপগঞ্জের যুবক জাকির হোসেন (৩৫) ন...আরও পড়ুন »
নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে হট্টগোল
03 Oct 20200টিনিউইয়র্ক, ০৩ অক্টোবর- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে আবারও হট্টগোলের ঘটনা ঘটেছে। বাংল...আরও পড়ুন »
নিউইয়র্কে গাড়ির ধাক্কায় বাংলাদেশি যুবকের মৃত্যু
03 Oct 20200টিনিউইয়র্ক, ০৩ অক্টোবর-যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেরিকোর লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে হেঁটে যাওয়ার সম...আরও পড়ুন »
জার্মানিতে বাংলাদেশি প্রবাসীর শতাধিক বাড়ি
02 Oct 20200টিবার্লিন, ০২ অক্টোবর- নিজের জমানো টাকায় কিশোর বয়স থেকে ব্যবসা শুরু করে জার্মানিতে এখন শতাধিক বাড়ির ম...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.