দুবাই, ০৬ ডিসেম্বর- গল্ফপ্রেমীদের হৃদয়ে ঝড় তুলতে দুবাইয়ে চলে এলেন ফ্লরিডার ২৩ বছরের সুন্দরী গল্ফার চেলসি পেজ্জোলা। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দুবাই লেডিজ মাস্টার্স গল্ফ টুর্নামেন্ট। টি-অফের আগে আগ্রহের বহরে গতবারের চ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের ২৩ বছরের পেইগ স্পিরান্যাক-কে পিছনে ফেলে দিয়েছেন চেলসি। এমনই আলোড়ন ফেলে দিয়েছেন তিনি দর্শকদের মনে, যে তাঁকেই ক্রীড়াদুনিয়ার সবচেয়ে সেক্সি প্রতিযোগী মনে করা হচ্ছে। সাংবাদিক বৈঠকে স্পিরান্যাক মজা করেই বলেছেন, আমাকে এবার কোর্সে এবং কোর্সের বাইরে লড়াতে হবে চেলসির বিরুদ্ধে। জানি না, কতটা সফল হব! মিশিগান বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বিজনেস ম্যানেজমেন্টের স্নাতক যদিও বলেছেন, আমার জীবনদর্শন অত্যন্ত স্বচ্ছ। মানুষকে আনন্দ দিতে পছন্দ করি। দুবাইয়ে এই প্রথমবার এলাম। শহরটা যেমন আকর্ষণীয়, তেমনই এখানকার মানুষও হাসিখুশি। আমার লক্ষ্য সকলের মনে জায়গা করে নেওয়া। তবে শুধু দর্শকদের হৃদয়ে ঝড় তোলাতেই সীমাবদ্ধ থাকছেন না চেলসি। বিশ্বের সমস্ত মহিলাদের কাছে সংস্কারের বেড়া ভেঙে বেরিয়ে আসার ডাক দিয়ে বলছেন, গল্ফ থেকেও জীবনের শিক্ষা পাওয়া যায়। সমস্ত মহিলার কাছে আমার বার্তা, সংস্কার ভেঙে বিশ্বের সামনে নিজেদের প্রমাণ করুন।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2h9Syzo
December 06, 2016 at 05:04PM
06 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top