মুম্বাই, ০৯ ডিসেম্বর- বলিউড থেকে রাজত্ব শুরু করলেও এখন তিনি জনপ্রিয় আন্তর্জাতিক মুখ। হিন্দি সিনেমায় একাধিক পুরস্কার জিতে নায়িকাদের শীর্ষে অবস্থান করছিলেন তিনি। কিন্তু এখানেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি এই অভিনেত্রী। এবার এশিয়ার সবচেয়ে আবেদনময়ী নারীর পদবি যোগ করলেন নিজের সাফল্যের ঝুলিতে। কথা হচ্ছে, বলিউড-হলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। এর আগে এই অবস্থানে রাজত্ব করছিলেন বলিউডের আরেক জনপ্রিয় মুখ প্রিয়াঙ্কা চোপড়া। গত চারবছর ধরে এই খেতাব পেয়ে আসছিলেন প্রিয়াঙ্কা। এ বছরও তিনি ছিলেন প্রতিযোগিতায়। তাকে হটিয়ে এই বছর শিরোপা ধারণ করলেন দীপিকা পাড়ুকোন। ব্রিটেনের ইস্টার্ন আই সংবাদপত্র প্রতি বছর প্রকাশ করে এই তালিকা। গোটা বিশ্ব থেকে সংগৃহীত কোটি কোটি ভোটের মাধ্যমে বেছে নেওয়ার হয় সেরাদের। দীপিকা সম্পর্কে ইস্টার্ন আই বলেছে, আগামী বছর তার বড় বাজেটের কয়েকটি ছবি মুক্তি পাবে। মনে করা হচ্ছে, ২০১৭ সাল আরও বড় সাফল্য নিয়ে আসবে তার জন্য, আরও বেশি আন্তর্জাতিক প্রযোজক উৎসাহিত হবেন, বলিউডের মুকুট থেকে এই মহামূল্যবান মণিটি চুরি করে নিতে। এই প্রসঙ্গে দীপিকা জানিয়েছেন, সেরার সম্মান পাওয়ায় আমি খুশি। কিন্তু আবেদনময়ী শব্দটির অর্থ একেক জনের কাছে একেক রকম। আমার কাছে এটি শুধু শারীরিক নয়। তুমি যা, তাতে যদি তুমি স্বাভাবিক হও, তাহলে তুমি আবেদনময়ী। আত্মবিশ্বাসী মানে আবেদনময়ী। এবারের আবেদনময়ীদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বেওয়াচ খল অভিনেত্রী প্রিয়াঙ্কা। এ ছাড়াও তালিকায় আছেন আরও কয়েকজন ভারতীয় অভিনেত্রী। দৃষ্টি ধামি আছেন চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে আছেন আলিয়া ভাট। সানায়া ইরানি আছেন ষষ্ঠ স্থানে। ক্যাটরিনা পেয়েছেন সপ্তম স্থান। আট নম্বরে আছেন সোনম কাপুর। দশে আছেন গওহর খান। নবম স্থানটি পেয়েছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। এই বছরের শুরুতে হলিউড সিনেমায় চুক্তিবদ্ধ হন দীপিকা। ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ ছবিটি আগামী বছর জানুয়ারিতে মুক্তি পাচ্ছে বিশ্বব্যাপী। তার আগেই বিশ্বের কাছে হলিউডস নেক্সট জেনারেশন-এর তালিকায় সামিল হয়ে গেছেন দীপিকা।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2h44m9J
December 09, 2016 at 09:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top