ঢাকা, ০৯ ডিসেম্বর- গুঞ্জনটা বেশ জোরেশোরেই উঠেছিলো। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যখন শর্ট রান-আপে নিয়মিত উইকেট তুলে নিচ্ছিলেন, তখনই ভাবা হচ্ছিলো সাদা পোশাকে টেস্টে ফিরতে পারেন সীমিত ওভারে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কিন্তু নিউজিল্যান্ড সিরিজের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সে সম্ভাবনা উড়িয়ে দিলেন। আগের দিনই ১৩ সদস্যের বাংলাদেশ দল উড়েছে অস্ট্রেলিয়ায় ১০ দিনের অনুশীলন ক্যাম্প করতে। শুক্রবার বিপিএলের ফাইনাল শেষ করে শনিবার মাশরাফির নেতৃত্বে উড়বে সাকিবরা। তাই ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে আর তিন টি-টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ নিয়ে দলের পরিকল্পনা জানাতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে গণমাধ্যমের মুখোমুখি হন দলের সফল এই অধিনায়ক। সেখানেই টেস্ট প্রসঙ্গে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় অধিনায়ককে। উত্তরে সম্ভাবনাটাকে জিরো পারসেন্ট বলে উল্লেখ করেন মাশরাফি। তিনি বলেন, আমার কাছে মনে হয় টেস্টে ফেরার সম্ভাবনাটা জিরো পারসেন্ট। প্রথমত, সবকিছুরই একটা বিষয় থাকে। আগে আমার কিছু ফোর ডে (প্রথম শ্রেণীর ম্যাচ) ম্যাচ খেলা উচিত। তাছাড়া কাউকে না কাউকে প্রুভ করতে হবে। নিজের কাছেও বুঝতে হবে আমি কেমন করছি না করছি। তো এইগুলা আসলে না হওয়া পর্যন্ত, আমি বলতে পারি না যে খেলতে চাই। সেটাও হয়তোবা অন্যায় হবে। তবে শর্ট রান-আপে সফল হওয়ার পর মাশরাফি নিজেই ইঙ্গিত দিয়েছিলেন সাদা পোশাকে ফেরার। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই অধিনায়ক খুলনা টাইটান্সের বিপক্ষে চার ওভার বল করে ১৬ রানে তিন উইকেট নেন, যা বিপিএলে তার সেরা বোলিং ফিগার। তারপরই জানিয়েছিলেন, এভাবে দীর্ঘদিন ধরেই বল করছেন তিনি। মূলত, ইনজুরি এড়িয়ে থাকতেই এই চেষ্টা তার। এক্ষেত্রে ইয়র্কার দিতে সমস্যা হলেও, সুয়িং-পেস সমান থাকে। এভাবে বল করতে পারলে টেস্টে বল করতে তার সমস্যা হবে না। এর পরপরই গুঞ্জন ওঠে ফেরাটা হতে পারে নিউজিল্যান্ড সিরিজেই। কিন্তু সেই সম্ভাবনাটা উড়িয়ে দিলেন শুক্রবারের সংবাদ সম্মেলনে। তবে পেস আক্রমণে যে নিউজিল্যান্ডে গিয়ে বাংলাদেশ ভুগবে, সেটা স্বীকার করছেন মাশরাফি। বিশেষ করে টপ ফর্মে থাকা পেসারদের ইনজুরি ভাবাচ্ছে তাকে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, যারা টপ ফর্মে আছে তাদের ইনজুরিগুলো অবশ্যই ইফেক্টিভ। মুস্তাফিজকে যদি দেখেন তাকে ইংল্যান্ড সিরিজে আমরা ইনজুরির কারণে পাইনি। কিছু না কিছু ক্ষতি হয়েছে। আমরা হয়তো দুইটা টেস্টই জিততে পারতাম তাকে পেলে। হয়তোবা ওয়ানডে সিরিজটিও জিততে পারতাম। সো এই জায়গাগুলো অবশ্যই আমাদের বেস্ট প্লেয়ারগুলো ঠিক থাকা অবশ্যই জরুরি। এখন অ্যাডজাস্ট করতে হবে আর কী।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gjt5ay
December 09, 2016 at 09:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top