জয়পুর, ২৬ ডিসেম্বর (রাজস্থান)ঃ ৫০ দিনের শপথ রাখতে পারবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পরপরই সংসদের অধিবেশনে বিবৃতি না দিয়েই প্রধানমন্ত্রী নিজের দলের বৈঠক এবং দেশের নানা প্রান্তে সভায় বলেছিলেন, ‘আমাদের ৫০ দিন সময় দিন আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে।’ রাজস্থানের ব্যারনে এক জনসভায় কংগ্রেস সভাপতি বলেন, ৫০ দিন কেন, প্রধানমন্ত্রী নোট বাতিলের যজ্ঞ ছয়মাসেও শেষ হবে না। মানুষের দুর্দশা চলবে। তিনি বলেন, মোদির মন্ত্রীসভার অর্থমন্ত্রীই বারবার বলছেন, ৩০ ডিসেম্বরের পরেও নোটের আকাল থাকবে।
from Uttarbanga Sambad http://ift.tt/2hjUHZ1
December 27, 2016 at 06:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন