কংগ্রেসের ডাকা সাংবাদিক বৈঠকে মমতার ‘অ্যাক্টিভ পার্টিসিপেশন’

দিল্লি, ২৭ ডিসেম্বরঃ বিমুদ্রাকরণ নীতির বিরুদ্ধে ডাকা কংগ্রেসের বৈঠকে এনডিএ বিরোধী দলগুলি তাঁদের রণকৌশল ঠিক করতে মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ কনস্টিউশন হলে আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠক করেন। এরপর করেন সাংবাদিক বৈঠক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের ডাকে সাড়া দিয়ে আজ বৈঠক করতে দিল্লি পৌঁছান।

শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধীর পাশে বসে ছিলেন। প্রথম থেকেই তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন। বলা যেতে পারে মঞ্চের জৌলুস খানিকটা তাঁর ওপরই নির্ভর করেছিল এদিন।

কেন্দ্রের বিমুদ্রাকরণের ওপর এবং মোদি সরকারের বিরুদ্ধে এদিন রাহুল বলেন, ৩০ ডিসেম্বর চলে আসলেও অবস্থার কোনো উন্নতি হয়নি এখনও। কালোটাকার কারবারিদের কোনো অসুবিধা হয়নি। বরং সাধারণ মধ্যবিত্ত মানুষের হয়েছে হয়রানি। প্রধানমন্ত্রীকে এর উত্তর দিতে হবে বলে দাবি দানান তিনি।

এদিন এক সাংবাদিক রাহুলকে তৃণমূল কংগ্রেসের অর্থনৈতিক দূর্নীতির ব্যপারে প্রশ্ন করায় মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যান। এছাড়া তিনি প্রধানমন্ত্রীকে নানা ভাবে তোপ দাগেন। তিনি বলেন, ৫০ দিন অতিক্রম হতে চললেও এখন পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরও ২০ বছর পিছিয়ে পড়েছে দেশ। প্রধানমন্ত্রী নিজেই আরবিআই-এর কাজ করছেন। মানুষ ব্যাংকের ওপর আস্থা হারাচ্ছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2izmwBs

December 27, 2016 at 06:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top