মুম্বই, ২৭ ডিসেম্বরঃ শুরুর পাঁচদিনেই ১৩২ কোটি টাকার ব্যবসা করল আমির খান অভিনীত দঙ্গল। এটা শুধু দেশের মধ্যে বক্স অফিস কালেকশন। বিদেশের হিসেব ধরলে অঙ্কটা আরও বাড়বে। পাশাপাশি আরও একটি রেকর্ড গড়েছে ছবিটি। আমির খানের সমস্ত সিনেমার মধ্যে উইকেন্ড কালেকশনে সব থেকে এগিয়ে এই ছবিটি। সামনের সপ্তাহে বড়ো বাজেটের কোনো ছবির মুক্তি না থাকায় দঙ্গলের আয় আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ছবিটিতে হরিয়ানার ঘটনা দেখানো হয়েছে। উত্তর ভারতে স্বাভাবিকভাবেই দঙ্গল নিয়ে উত্সাহ তুঙ্গে। দঙ্গলের তামিল এবং তেলুগু ভার্সানও ভালো ব্যবসা করছে। গজনি, থ্রি ইডিয়টস, ধুম থ্রি, পিকে-র পর দঙ্গল আমিরের পঞ্চম সিনেমা যা ১০০ কোটির ক্লাবে নাম লেখাল।
from Uttarbanga Sambad http://ift.tt/2hjWJbD
December 27, 2016 at 06:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন