বিশ্বনাথে ক্রিকেট এসোসিয়েশনের শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন

19-12-16

মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি  :: বিশ্বনাথে ক্রিকেট এসোসিয়েশনের ২০১৬-১৭ মৌসুমের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার রাত ৭টায় বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে এ শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি সুব্রত দে সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের।

উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক প্রচার সম্পাদক তালহা বিন সুয়েব হেলালীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন,সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি সাদ উদ্দিন, কয়ছর আহমদ,শামছুল ইসলাম মোমিন, আক্তার হোসেন, রাসেল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আহমদ, জুয়েল আহমদ।

বক্তব্য রাখেন সংগঠক আলাল আহমদ, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের নব-নির্বাচিত সভাপতি জুবেল আহমদ,সহ-সভাপতি রহিম আহমদ, সিরাজুল ইসলাম রুকন, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান,সহ-সাধারণ সম্পাদক তাইরুল আমিন, আবু আফসার দিহান, সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের নব-গঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি।

প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের নির্বাচন বিশ্বনাথ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনে জুবেল আহমদ ২৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন এবং রহিম আহমদ ২৭ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। অন্যরা বিনা প্রতিদ্ধদ্বিতায় নির্বাচিত হন।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2i19dth

December 19, 2016 at 10:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top