মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: দীর্ঘদিন ধরে জনবল সংকটে ভোগছে সিলেটের বিশ্বনাথের প্রাণী সম্পদ অফিস। ফলে গুরুত্বপূর্ণ অনেক কাজ করতে হিমশিম খাচ্ছেন প্রাণী সম্পদ অফিসার। প্রায় একযুগ ধরে অফিস সহকারীসহ ৬টি পদ শুণ্য থাকায় উপজেলার প্রাণী সম্পদ অফিসে কাজে আসলে লোকজন অনেক সময় পশুর চিকিৎসা নিতে সম্ভব হয়নি। অফিসে আশা লোকজনকে পুহাতে চরম দূর্ভোগ। প্রাণী সম্পদ অফিসের জনবল সংকটের কারণে এমনটাই হচ্ছে বলে সচেতন মহল মনে করছেন। তারপরও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রাণী অফিসার ডাক্তার নূরুল ইসলাম।
প্রাণী সম্পদ অফিস সূত্রে জানাগেছে, ১১টি পদে মধ্যে ৬টি পদ দীর্ঘদিন ধরে শূণ্য রয়েছে। শূণ্য থাকা পদের মধ্যে রয়েছে ভেটেরিনারি সার্জন একজন, ডেসারি র্সাজন একজন, ইউ.এল.এ একজন, ভি.এফ.এ একজন, অফিস সহকারি একজন, এম.এল.এস.এস একজন। জনবল সংকটের কারণে অফিসে দায়িত্ব থাকা কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, হাসপাতালে পশু নিয়ে অনেকেই চিকিৎসা না পেয়ে খালি হাতে ফিরে আসতে হয়। ফলে এলাকার লোকজনকে পুহাতে হচ্ছে চরম দূর্ভোগ। অফিসে অনেক সময় লোকজনকে পাওয়া যায়নি বলে তারা অভিযোগ করেন। অফিসে থাকা দায়িত্বরত কর্মরতরা লোকবল সংকটের কারণে বলে জানান। অভিলম্ভে পশু হাসপাতালে শূণ্য পদগুলো পূরণ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি তারা অনুরোধ জানান।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নূরুল ইসলাম লোকবল সংকটের সত্যতা স্বীকার বলেন, অফিসে লোকবল সংকট থাকায় অনেক সময় আমাদের হিমশিম খেতে হচ্ছে। জরুরী ভিত্তিতে শুন্য পদগুলো পুরণ করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের প্রতি তিনি জোরদাবী জানিয়েছেন।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2hAtkxA
December 19, 2016 at 10:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.