ওয়েলিংটন, ২০ ডিসেম্বর- দারুণ সময় কাটছে বাংলাদেশের পেস সেনসেশন মোস্তাফিজুর রহমানের। অস্ট্রেলিয়ায় ক্যাম্প শেষে নিউজিল্যান্ডে সতীর্থদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন কাটার মাস্টার। কখনও সমুদ্র তীরে কখনও আবার বিলাসবহুল হোটেলে সৌম্য-মোসাদ্দেকদের সঙ্গে জমিয়ে আড্ডা দিচ্ছেন মোস্তাফিজ। এবার ফিজকে দেখা গেল নিউজিল্যান্ডের আকাশে! তাও আবার উড়ন্ত পাখির মতো। কি বিশ্বাস হচ্ছে না? বাস্তব না হলেও ছবির ফ্রেমে সত্যিই উড়ন্ত মোস্তাফিজের দেখা মিলল অকল্যান্ডের আকাশে। সোমবার নিজের ফেইসবুকে একটি ছবি প্রকাশ করেছেন মোস্তাফিজ। যেখানে তাঁকে দুহাত দুদিকে প্রসারিত করে উড়ন্ত অবস্থায় দেখা গেল। ছবিটির ক্যাপশনে মোস্তাফিজ লিখেছেন, ফ্লাইং। মোস্তাফিজের উড়ন্ত ছবি দেখে ভক্তরাও মেতেছেন অসংখ্য কমেন্টে। পারভেজ নামের এক ভক্ত বলছেন, ম্যাচেও যেন এভাবে উড়তে দেখি। সুমন লিখেছেন, এই আনন্দ আমাদের নিউজিল্যান্ডে জয়ের পূর্বাভাস। জয় বাংলার ক্রিকেটের। সাবিনা বলেছেন, আমাদের সুপার কিং। এর আগে কাঁধের অস্ত্রোপচারের কারণে আফগানিস্তান ও ইংল্যান্ডের মতো দুটি সিরিজে দর্শক হয়েই থাকতে হয়েছে মোস্তাফিজকে। খেলা হয়নি বিপিএলেও। তবে আসছে নিউজিল্যান্ড সিরিজে দেখা যেতে পারে এই তারকা পেসারকে। ইংল্যান্ডের মাটিতে কাউন্টি দল সাসেক্সের হয়ে খেলতে নেমে ইনজুরিতে পড়েন মোস্তাফিজ। এরপর গত ১১ আগস্ট লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করেন প্রখ্যাত সার্জন অ্যান্ড্রু ওয়ালেস। অস্ত্রোপচারের পর বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর তত্ত্বাবধানে চলে মোস্তাফিজের পুনর্বাসন। উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র মোস্তাফিজ। ২০১৫ সালে ২২ গজে পথচলা শুরু মোস্তাফিজের। রঙ্গিন জার্সিতে এখন পর্যন্ত ৮টি ম্যাচে ২৬টি উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। সাদা পোশাকে ২ ম্যাচ খেলে নিয়েছেন ৪টি উইকেট। আর টি-টোয়েন্টিতে ১৩ ম্যাচে ২২ উইকেট ঝুলিতে পুরেছেন মোস্তাফিজ। আর/১০:১৪/১৯ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hjH3Ws
December 20, 2016 at 07:01AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top