কুমিল্লার জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করলেন পরিকল্পনা মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ● পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, গত আট বছরে বাংলাদেশ অর্থনৈতিক অগ্রযাত্রায় আকাশচুম্বী সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে।

বুধবার রাজধানীর এনইসি সম্মেলন কেন্দ্রে কুমিল্লা জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে রেলপথমন্ত্রী মজিবুর রহমান, সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, নুরুল ইসলাম মিলন, রাজি মোহাম্মদ ফকরুল এবং আমিন হোসেনসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, আট বছর আগে বিদ্যুৎ উৎপাদন ছিল চার হাজার মেগাওয়াট। বর্তমানে তা প্রায় ১৫ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে।

মন্ত্রী বলেন, মাথাপিছু আয় ৫৫৯ ডলার থেকে আট বছরে ১ হাজার ৪৬৫ ডলারে উন্নীত হয়েছে। দেশের কারিগরি শিক্ষার হার শতকরা এক ভাগ থেকে বেড়ে ১০ ভাগে উন্নীত হয়েছে।

দেশের রপ্তানি আয় আট বছর আগে ছিল ১১ বিলিয়ন ডলার। বর্তমানে তা ৩৪ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। অগ্রগতির এ ধারা অব্যাহত থাকলে ২০৩০ সালে বাংলাদেশ হবে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ এবং আমাদের অর্থনীতি হবে জ্ঞানভিত্তিক অর্থনীতি।

২০৪১ সালে বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে ২০তম আসনে অধিষ্ঠিত হবে।

পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশ ৭ দশমিক ১১ ভাগ প্রবৃদ্ধি অর্জন করেছে।

তিনি বলেন, সরকারের এসব যুগান্তকারী সাফল্য জনগণকে অবহিত করতে জনপ্রতিনিধিদের ভূমিকা রাখতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

The post কুমিল্লার জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করলেন পরিকল্পনা মন্ত্রী appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2h0ERmF

December 14, 2016 at 10:35PM
14 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top