শ্রদ্ধা আর ভালবাসায় পালিত হল বাঙলা মায়ের দামাল সন্তান বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের শাহাদাৎ বার্ষিকী

বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বুধবার চাঁপাইনবাবগঞ্জে নানান কর্মসুচি পালিত হচ্ছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা তীরের শহীদ স্মৃতি ফলকে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
এদিকে দুপুরে বীরশ্রেষ্ঠের সমাধীস্থল সোনামসজিদ প্রাঙ্গণে কুরআনখানি, ফাতেহা পাঠ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য গোলাম রাব্বানী, জেলা প্রশাসক মাহমুদুল হাসান, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সেরাজুল ইসলাম।
অন্যদিকে, রেহায়চরস্থ শহীদ স্মৃতি ফলকে শ্রদ্ধার্ঘ অর্পণ শেষে কবিতা আবৃত্তি করেন বন্ধুসভার নারী বিষয়ক সম্পাদক মারিয়া হাসান বর্ষা। ৭১’এর চিঠি থেকে আবৃত্তি করেন বন্ধু ফারাহ দিবা বর্ণ। আলোচনাসভায় অংশ নেন বন্ধুসভার সাবেক সভাপতি সাঈদ মাহমুদ, বর্তমান সহ-সভাপতি আলী উজ্জামান নূর, যুগ্ন সম্পাদক সোনিয়া খাতুন, অনুষ্ঠান সম্পাদক শাহজাহান প্রামাণিক, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন প্রমূখ।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ভোরে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর তীরবর্তী রেহাইচর এলাকায় সম্মুখযুদ্ধে শত্রুবাহিনীকে পরাস্থ করার পর শত্রুদের শেষ বাংকারে চার্জ করার সময় পার্শ্ববর্তী একটি বাড়ীর জানালা দিয়ে ছোড়া একটি বুলেট ক্যাপ্টেন জাহাঙ্গীরের কপালে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি শহীদ হন। পরে লাশ উদ্ধার করে ঐতিহাসিক সোনামসজিদে সমাহিত করা হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-১২-১৬


from Chapainawabganjnews http://ift.tt/2gLnA3c

December 14, 2016 at 10:14PM
14 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top