চেন্নাই, ১৯ ডিসেম্বর- অফ স্টাম্পের বেশ বাইরের বলে কাট শট। একটু হাওয়ায় ভেসেছিল বল। পয়েন্টে অ্যালেস্টার কুক চেষ্টা করলেন হাতে জমাতে, উল্টো পারলেন না ঠেকাতেই। বল ছাড়িয়ে গেল সীমানা। করুন নায়ার স্পর্শ করলেন ইতিহাসের সীমানা! ওই শটেই নায়ার পূর্ণ করলেন ট্রিপল সেঞ্চুরি। ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাই টেস্টে অসাধারণ এই মাইলফলকে পৌঁছে নাম লেখালেন রেকর্ড বইয়ের বেশ কয়েকটি পাতায়। অথচ অজিঙ্কা রাহানে ফিট থাকলে একাদশেই জায়গা হতো না নায়ারের! রাহানের চোটেই অভিষেক হয়েছে এই সিরিজে। অভিষেকে একমাত্র ইনিংসে রান আউট হয়েছিলেন ৪ রান করে। পরের টেস্টে একমাত্র ইনিংসে ১৩। রাহানে ফিট না হওয়াতে সুযোগ পেলেন এই টেস্টেও। এবার সুযোগটি কাজে লাগালেন অভাবনীয়ভাবে। তৃতীয় টেস্ট খেলতে নামা ব্যাটসম্যানের এটি ছিল মাত্র তৃতীয় ইনিংস। টেস্ট ইতিহাসে এত কম ইনিংস খেলে ট্রিপল সেঞ্চুরি করার কীর্তি নেই আর কারও। নবম ইনিংসে ট্রিপল সেঞ্চুরি করে আগের রেকর্ড ছিল লেন হাটনের। ১৯৩৮ অ্যাশেজে ওভালে করেছিলেন সেই সময়ের বিশ্বরেকর্ড ৩৬৪ রান। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকেই ট্রিপল সেঞ্চুরিতে রূপ দেওয়া মাত্র তৃতীয় ব্যাটসম্যান নায়ার। প্রথম যেটি করে দেখিয়েছিলেন গ্যারি সোবার্স। ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে করেছিলেন সেই সময়ের বিশ্বরেকর্ড ৩৬৫ রান। এরপর সোবার্সের কীর্তির পুনরাবৃত্তি করেছিলেন বব সিম্পসন। ১৯৬৪ অ্যাশেজে ওল্ড ট্র্যাফোর্ডে করেছিলেন ৩১১, যেটি ছিল তার প্রথম সেঞ্চুরি! চেন্নাই টেস্টের চতুর্থ দিন নায়ার শুরু করেছিলেন ৭১ রান নিয়ে। ইনিংস ঘোষণার সময় অপরাজিত ছিলেন ৩০৩ রানে। এক দিনে করেছেন ২৩২ রান। টেস্টে এক দিনে এটি দশম সর্বোচ্চ ব্যক্তিগত রান। এক দিনে তিনশ রান করার একমাত্র কৃতিত্ব ব্র্যাডম্যানের (৩০৯)। মাত্র দ্বিতীয় ভারতীয় হিসেবে ট্রিপল সেঞ্চুরি করতে পারলেন নায়ার। এর আগে এই স্বাদ পেয়েছিলেন কেবল বিরেন্দর শেবাগ। সাবেক এই ওপেনার আবার করেছিলেন দুটি ট্রিপল সেঞ্চুরি। প্রথমটি ২০০৪ সালে পাকিস্তানের বিপক্ষে মুলতানে ৩০৯। পরেরটি ২০০৮ সালে এই চেন্নাইয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩১৯। নায়ারের ৩০৩ ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সর্বোচ্চ ব্যক্তিগত রান। আগের টেস্টেই ২৩৫ রান করে রেকর্ডটি গড়েছিলেন বিরাট কোহলি। ৫ নম্বর বা এর নীচে নেমে ট্রিপল সেঞ্চুরি নায়ারের আগে করতে পেরেছেন আর মাত্র তিনজন। ২০১২ সালে ভারতের বিপক্ষে সিডনিতে অপরাজিত ৩২৯ করেছিলেন মাইকেল ক্লার্ক। ১৯৩৪ অ্যাশেজে হেডিংলিতে ব্র্যাডম্যান করেছিলেন ৩০৪। ২০১৪ সালে ভারতের বিপক্ষেই ওয়েলিংটনে ব্রেন্ডন ম্যাককালাম করেছিলেন ৩০২। এত এত কীর্তির পরও পরের টেস্টের ভারতের একাদশে নিশ্চিত নয় নায়ারের জায়গা। ততদিনে চোট কাটিয়ে ফেরার কথা রাহানের! আর/১০:১৪/১৯ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2h4gj0e
December 20, 2016 at 05:33AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.