তোলা আদায়ে গ্রেপ্তার

জলপাইগুড়ি, ১৯ ডিসেম্বরঃ রেলের ঠিকাদারদের কাছ থেকে তোলা আদায়ের অভিযোগে গ্রেপ্তার করা হল বাঁশি সাহু নামে এক তৃণমূল নেতা কে। সূত্রের খবর, বাঁশি সাহু তৃণমূলের সদর ব্লক-২ এর বুথ স্তরের নেতা। সোমবার জলপাইগুড়ি মোহিতনগরের কুমারপাড়া থেকে বাঁশি সাহুকে গ্রেপ্তার করে জলপাইগুড়ি টাউন স্টেশনের আরপিএফ।

জানা গিয়েছে, কিছুদিন থেকে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আমবাড়ি থেকে ময়নাগুড়ি পর্যন্ত উত্তর-পূর্ব রেলের ডবল লাইনের সম্প্রসারণের কাজ চলছিল। সেই কাজের জন্য বোল্ডার আনা নিয়ে গাড়ি প্রতি ১০০০ টাকা করে দাবি করেন তৃণমূল বুথ স্তরের ওই নেতা। কেবল তাই নয় টাকা না দেওয়ায় তিনি কাজে বাঁধা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি দাবি মতো তোলা না পেয়ে রেলের কাজ বন্ধ করে রাখা হয়। এই খবর পাওয়ার পরেই এদিন বিকেলে জলপাইগুড়ি টাউন স্টেশনের আরপিএফ বাঁশি সাহুকে গ্রেপ্তার করে বলে জানান জলপাইগুড়ি টাউন স্টেশনের আরপিএফ ইনস্পেক্টর জিবেশ্বর মোশাহারি। তিনি বলেন, ‘ওই হুমকির জন্য গত দুদিন থেকে ঠিকাদারেরা কাজ বন্ধ করে দেয়। মঙ্গলবার বাঁশি সাহুকে এনজেপির স্পেশাল রেলওয়ে ম্যাজিস্ট্রেট কোর্ট (এসআরএম)-এ পেশ করা হবে।’



from Uttarbanga Sambad http://ift.tt/2hMUthp

December 19, 2016 at 11:14PM
19 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top