জিও-কে টেক্কা বিএসএনএল-এর

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বরঃ রিলায়েন্স জিও-কে টেক্কা দিতে এবার আসরে নামল বিএসএনএল। মাত্র ৯৯ টাকায় পাওয়া যাবে বিএসএনএল থেকে বিএসএনএলে আনলিমিটেড লোকাল এবং এসটিডি কলের সুযোগ। তার সঙ্গে মিলবে ৩০০ এমবি ফ্রি ডেটা। একেবারে ২৮ দিনের জন্য। তবে কেবল বিএসএনএল-এর প্রিপেড গ্রাহকরাই এই সুবিধা পাবেন। কলকাতা এবং পশ্চিমবঙ্গর সার্কেল ছাড়াও এই অফার পাওয়া যাবে বিহার, ঝাড়খণ্ড, অসম, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র এবং রাজস্থান সার্কেলে। এছাড়াও অন্যান্য সার্কেলেও এই অফার পাওয়া যাবে। তবে তার খরচা পড়বে ১১৯ টাকা থেকে ১৪৯ টাকা। এছাড়া ৩৩৯ টাকার রিচার্জে নতুন কম্বো অফার এনেছে বিএসএনএল। শনিবার বিএসএনএল-এর পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়, ৩৩৯ টাকার রিচার্জে স্পেশাল ট্যারিফ ভাউচার (এসটিভি)-এর সঙ্গে পাওয়া যাবে বিএসএনএল থেকে অন্য নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল ও এসটিডি কলের সুযোগ এবং ১ জিবি ফ্রি ডেটা ২৮ দিনের জন্য।



from Uttarbanga Sambad http://ift.tt/2gYD97G

December 18, 2016 at 05:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top