আন্তঃ কলেজ এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ● ক্রীড়া মানুষকে নির্মল আনন্দ দেয়। সুস্থ ও সুন্দর থাকার প্রেরণা জোগায়। শারীরিক ও মানসিক উৎকষ্ট সাধনের উৎকৃষ্ট মাধ্যম ক্রীড়া। আর একজন ক্রীড়াবিদ পারে দেশ ও জাতিকে বিশ্বের মানচিত্রে পরিচিত করে তুলতে। ক্রিকেটে নৈপুন্যতা দেখিয়ে আমাদের সন্তানরা আজ সারা বিশ্বে দেশ ও জাতিকে মর্যাদার আসনে প্রতিষ্ঠা করেছে। বিশ্বের সেরা অলরাউন্ডার ক্রিকেটার আজ আমাদের সন্তান এটা আমাদের জাতির গর্ব। আমার বিশ্বাস এই শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম থেকে একদিন বিশ্বসেরা খেলোয়ার তৈরী হবে। আমাদের নতুন প্রজন্মের খেলোড়াররা আমাদের কুমিল্লার মর্যাদা আরো বৃদ্ধি করবে ।

রবিবার সকালে নগরীর ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কুমিল্লা শিক্ষাবোর্ড আয়োজিত ও কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ পরিচালিত আন্তঃ কলেজ এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০১৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি এ কথা বলেন।

‘সুস্থ দেহে সুন্দর মন’ এ শ্লোগানকে ধারণ করে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কুমিল্লা শিক্ষাবোর্ডের আন্তঃ কলেজ এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার। কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের অধ্যক্ষ ড. এ কে এম এমদাদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনীতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ড সচিব প্রফেসর মো.আবদুস ছালাম,জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত,জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেল।

এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জামাল নাছের,কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো.রুহুল আমিন ভূইয়া,সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম  সম্পাদক মাহাবুবুল আলম চপল , ক্রীড়া কমিটির সহ-সভাপতি মোহাম্মদ সোহেল কবীর,সম্পাদক ও শিক্ষাবোর্ড মডেল কলেজের শরীরচর্চা শিক্ষক জিএম ফারুক,ভিক্টোরিয়া কলেজের শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ আবদুল হক,সরকারি মহিলা কলেজের শরীরচর্চা শিক্ষক নাজনীন সুলতানা, অজিতগুহ কলেজের দায়িত্বপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক মো.সাইফুল ইসলাম মজুমদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, সাপ্তাহিক কুমিল্লার কথা পত্রিকার প্রকাশক দেলোয়ার হোসেন জাকির।

পরে বিকাল সাড়ে চারটায় কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো.আবদুল খালেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের অধ্যক্ষ ড. এ কে এম এমদাদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণীতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ড সচিব প্রফেসর মো.আবদুস ছালাম ও জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেল।

The post আন্তঃ কলেজ এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2gOwgm6

December 18, 2016 at 05:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top