কুমিল্লার বার্তা ডেস্ক ● ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি কুমিল্লার কৃতিসন্তান আবদুল্লাহ আল-জোবায়ের গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার দিবাগত রাত জোবায়েরকে গুলি করা হয়।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা জেলা ছাত্রলীগ। কুমিল্লা (দক্ষিণ) জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি এবং সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান।
এ প্রসঙ্গে সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল কুমিল্লার বার্তা ডটকমকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি জোবায়েরের উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে কুমিল্লা জেলা ছাত্রলীগ। শুধু তাই নয় এ ঘটনায় জড়িতদের খুব দ্রুত আইনের আওয়তায় আনার দাবি জানাচ্ছি আমরা।
আবদুল্লাহ আল-জোবায়ের বাড়ি জেলার বুড়িচং উপজেলায়।
এদিকে জানা গেছে, শনিবার রাত ১টার দিকে নীলক্ষেত-পলাশি সড়কে ‘ব্যানবেইস’ অফিসের সামনে তাকে গুলি করা হয়। তখন তার সঙ্গে ছিলেন দু’বন্ধু – মহসিন হল ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম এবং সহসভাপতি আবু সাইদ। জোবায়ের নিজেও মহসিন হলের আবাসিক ছাত্র এবং স্বাস্থ্য-অর্থনীতিতে পড়ছেন।
জহিরুল ইসলাম ঘটনার বিবরণে জানান, তারা তিন বন্ধু মোটরসাইকেলে করে হলে ফিরছিলেন। ‘ব্যানবেইস’ অফিসের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি সাদা রঙের প্রাইভেট কার তাদের সামনে এসে মোটর সাইকেলের গতিরোধ করে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। প্রাইভেট কার থেকে অস্ত্রধারী দুব্যক্তি বেরিয়ে আসে এবং তাদের একজন জোবায়েরকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি জোবায়েরের ডান পায়ের উরুতে বিদ্ধ হয়।
জহিরুল আরও জানান, ঘটনার আকস্মিকতায় জোবায়েরের যে গুলি লেগেছে, তা তারা প্রথমে বুঝতে পারেননি। ঘটনাস্থল থেকে পালিয়ে তিন বন্ধু হলে আসার পর বুঝতে পারেন যে, জোবায়ের গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে ১০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তবে ঘটনাটি ছিনতাই নাকি অন্যকিছু, সে বিষয়ে জহিরুল নিশ্চিত নন বলে জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুলিশের রমনা জোনের এডিসি আজিম উল হক। তিনি বলেন, ‘যে গাড়ি থেকে গুলি করা হয়েছে, তা দ্রুত শনাক্তের চেষ্টা চলছে। শহরের সকল চেকপোস্টকে এই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে কোনও তথ্য পাওয়া গেলে জানানো হবে।’
The post ঢাবি ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ; কুমিল্লা ছাত্রলীগের নিন্দা appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2gOyRwp
December 18, 2016 at 05:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন