মুম্বাই, ১৬ ডিসেম্বর- সানি লিওনের ভক্ত তো সবাই। কথায় বলে, সুন্দর মুখের জয় সর্বত্র। সানির মুখও সুন্দর। তাই তাঁরও জয়জয়কার। সানিকে নিয়ে কম বিতর্ক নেই! বলিউডে পা রাখার আগে পর্ন ইন্ডাস্ট্রিতে ছিলেন সানি। তিনি যতই ভাল ছবি করুন, যত ভাল অভিনয়ই করুন না কেন, আমজনতার ধারণা তাঁর সম্পর্কে অন্য। এ কথা বলাইবাহুল্য। কয়েকদিন আগে এক সাক্ষাৎাকারে সানিকে তাঁর ফেলে আসা জীবন নিয়েই ক্রমাগত প্রশ্ন করা হয়। পরে বলিউডের বিখ্যাত সব নায়করা সানির প্রশংসা করেন। তাঁর উপস্থিত বুদ্ধির প্রশংসা করেন। প্রশ্নকর্তাকে ছেড়ে কথা বলেননি বলিউডের বিখ্যাত সব নায়ক-নায়িকারা। এ হেন সানি লিওনের ভাই সন্দীপ ভোরা বিয়ে করেন করিশ্মা নাইড়ুকে। ভাইয়ের নতুন ইনিংসে হাজির ছিলেন জিসম ২-এর নায়িকা। সানির শিকড় ভারতেই। ভাইয়ের বিয়েতে একদম দেশি সাজেই উপস্থিত হয়েছিলেন সানি। এমন সাজে সানিকে আগে দেখা যায়নি। সিনেমার পর্দায় তো খুল্লমখুল্লা সাজেই দেখা যায় সানিকে। পঞ্জাবী মেয়েদের যে পোশাকে দেখতে আমরা অভ্যস্ত, সেই অবতারেই ভাইয়ের বিয়েতে ধরা দেন গোটা দেশের প্রাণভোমরা সানি। নায়িকার এ হেন রূপ, লাবণ্য আগে কখনও দেখা যায়নি। ভাইয়ের বিয়েতে পুরো সময় ছিলেন নায়িকা। বিয়ের যা রীতি, তা মেনে চলতে ভাইকে সাহায্য করেন সানি। ভাইয়ের বিয়েতে দিদির কাজটাই করেন এই জনপ্রিয় নায়িকা।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hOM8tZ
December 17, 2016 at 03:37AM
16 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top