কলকাতা, ১৬ ডিসেম্বর- ছোট হয়ে গেল রাজ্য মন্ত্রিসভা। এতদিন মোট ৬৩টি দফতর ছিল রাজ্য সরকারের। সেখান থেকে কমে হয়ে গেল ৫২ দফতর। রাজ্যের মোট ১১টি দফতর কমিয়ে অন্য দফতরের সঙ্গে মিশিয়ে দেওয়া হল। এর ফলে স্বরাষ্ট্র দফতর ও পার্বত্য বিষয়ক দফতর মিশে নাম হল স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর। যুব কল্যাণ ও ক্রীড়া দফতর মিলে একটি দফতর হয়েছে। ভূমি ও ভুমি সংস্কার, উদ্বাস্তু ত্রান ও পুনর্বাসন দফতর মিলে গেল। নারী ও সমাজ কল্যাণ ও শিশু কল্যাণ আগে আলাদা ছিল। এবার এক হয়ে গেল। দুর্যোগ মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দফতর এক হয়ে গেল। মিশে গেল উচ্চ শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, জৈব-প্রযুক্তি দফতর। নগরোন্নয়ন ও পৌর-বিষয়ক দফতর একত্রিত হয়ে গেল। পরিকল্পনা দফতরের সঙ্গে মিশে গেল পরিসংখ্যান এবং প্রকল্প রূপায়ন দফতর। আবগারি দফতর মিশে গেল অর্থ দফতরের সঙ্গে। সরকারি উদ্যোগ ও শিল্প পুনর্গঠন দফতর মিশে গেল বাণিজ্য ও শিল্প দফতরের সঙ্গে। নতুন নাম হল বৃহৎ শিল্প ও উদ্যোগ। ২১ দফতর একত্রিত হয়ে নতুন ১০টি দফতর তৈরি হল। এর ফলে ১১টি দফতর কমে গেল। দফতর কমিয়ে দিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বাদ দেননি। বাড়তি দফতরের মন্ত্রীরা সংশ্লিষ্ট দফতরের রাষ্ট্রমন্ত্রী হিসেবে থাকছেন।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hFNOmg
December 17, 2016 at 03:42AM
16 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top