আবু ধাবি, ১৭ ডিসেম্বর- বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পূর্ণ সদস্য দলের সংখ্যা ১০টি। যার মধ্যে সর্বশেষ সদস্য পদ পেয়েছিল বাংলাদেশ। বাংলাদেশ দল পূর্ণ সদস্য পদ পায় ২০০০ সালের জুন মাসে। এরপর পেরিয়ে গেছে দেড় দশক । কিন্তু এরপর আইসিসি কোনো দেশকে পূর্ণ সদস্য পদ দেয়নি। সদস্য বাড়ানোর বিষয়ে ইতিপূর্বে বেশ কয়েকবার আলোচনা হলেও সেটা আলোর মুখ দেখেনি। তবে এবার সে সম্ভাবনা জোরালো করলেন আইসিসির প্রধান নির্বাহি ডেভিড রিচার্ডসন। সহযোগী দেশ থেকে আরো ৫ থেকে ৬টি দলকে পূর্ণ সদস্য পদ দেয়া হতে পরে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। এতে আইসিসির পূর্ণ সদস্য দেশ হবে ১৫ থেকে ১৬ টি। তবে এ বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। উচ্চ পর্যায়ের ক্রিকেটকে আরো গতিশীল করার জন্য এমন সিদ্ধান্ত আসতে পারে বলে জানালেন রিচার্ডসন। শ্রীলঙ্কা ক্রিকেট ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমথিপালার আমন্ত্রণে একটি বৈঠকে সহযোগী দেশগুলোকে এমন আশার কথা শুনান তিনি। রিচার্ডসন বলেন, উচ্চ পর্যায়ের ক্রিকেটকে আরো প্রতিযোগিতামূলক করার পরিকল্পনা রয়েছে আইসিসির। দীর্ঘদিন ধরে আইসিসির পূর্ণ সদস্য দেশ ১০টি। সত্যি কথা বলতে কী, আরো ৮ থেকে ৯টি দল শীর্ষ পর্যায়ের ক্রিকেট খেলার যোগ্যতা রাখে। তবে আইসিসির পরিকল্পনা এর মধ্য থেকে ৫ থেকে ৬টি দলকে পূর্ণ সদস্য পদ দিবে। আর এরমধ্যে অধিকাংশ দেশ এশিয়ার বলেও জানালেন তিনি। তিনি আরো বলেন, আমরা পূর্ণ সদস্য দেশ ১৫ থেকে ১৬ করতে চাই। এর মধ্যে অধিকাংশ এশিয়ার দেশ। এগুলোর মধ্যে আফগানিস্তান, নেপাল ও মালয়েশিয়া অন্যতম। তাদের ক্রিকেট উন্নয়নের জন্য আমাদের দায়িত্বটা গুরুত্বপূর্ণ। যাতে তারা শীর্ষ পর্যায়ের দলগুলোর বিপক্ষে সমানতালে লড়াই করে খেলার যোগ্যতা অর্জন করতে পারে। এই লক্ষ্যে শশাঙ্ক মনোহনের নেতৃত্বে আইসিসি কাজ করে যাচ্ছে বলেও জানালেন ডেভিড রিচার্ডসন। আর/১৭:১৪/১৭ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hFrJXK
December 18, 2016 at 12:43AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top