নির্বাচনে পরাজয়ের জন্য প্রথমবারের মতো ‘রাশিয়ার হ্যাকিংকে’ দায়ী করেছেন হিলারি ক্লিনটন। সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন এই ডেমোক্রেটিক প্রার্থী। এই হারের জন্য মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক জেমস কোমির প্রতিও ক্ষোভ প্রকাশ করেন হিলারি।
আজ শনিবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, দলের তহবিলদাতাদের উদ্দেশে হিলারি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তাঁর প্রতি ব্যক্তিগত ক্ষোভ রয়েছে। পাঁচ বছর আগে সে দেশের পার্লামেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ তোলার কারণেই পুতিন তাঁর (হিলারি) প্রতি ক্ষুব্ধ।
নির্বাচনের আগে আগে ই-মেইল কেলেঙ্কারি নিয়ে জেমস কোমি নতুন করে তদন্তের ঘোষণা দিয়েছিলেন। এ বিষয়ও উল্লেখ করেন হিলারি। ক্ষোভ ঝেড়ে বলেন, ওই চিঠির কারণে অনেক রাজ্যে তিনি ভোট হারান।
ডেমোক্রেটিক পার্টির ই-মেইল হ্যাকিংয়ে ব্যক্তিগতভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। তবে রাশিয়া এ অভিযোগ নাকচ করেছে। পুতিনের মুখপাত্র যুক্তরাষ্ট্রের এই অভিযোগকে ‘অশোভন’ বলেছেন।
from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2hFFt2b
December 17, 2016 at 06:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.