মুম্বাই, ২১ ডিসেম্বর- বলিউডে দারুণ এক সম্পর্কে বাঁধা ছিলেন তারা। কখনো পিতা-পুত্র, কখনো বা বন্ধু। দুজন মিলে অনেক সুপারহিট রোমান্টিক ছবি উপহার দিয়েছেন দর্শককে। একজন ক্যামেরার পেছনে, অন্যজন পর্দায়। উপাধিও পেয়েছেন কিং অব রোমান্স পরিচালক এবং কিং অব রোমান্স নায়ক। বলছি শাহরুখ খান ও যশ চোপড়ার কথা। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, ডর, ভিরজারার মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন যশ ও শাহরুখ। সর্বশেষ ২০১২ সালে যশের পরিচালনায় যাব তাক হ্যায় জান ছবিতে কাজ করেন শাহরুখ। সে বছরই এ কিংবদন্তি পরিচালক-প্রযোজক মারা যান। এই ছবিটিও দারুণ ব্যবসা করেছিলো বিশ্বজুড়ে বিস্তৃত বলিউডের বাজারে। যশ চোপড়া আর নেই। অনেক আগেই পাড়ি দিয়েছেন অন্যলোকে। তবে শাহরুখ তাকে ভুলেননি। সুযোগ পেলেই যশ চোপড়াকে নিয়ে কথা বলেন। এবারে প্রিয় সেই মানুষটির নামে প্রদান করা পুরস্কার পেতে যাচ্ছেন শাহরুখ। জানা গেছে, প্রয়াত যশ চোপড়া স্মরক চতুর্থ ন্যাশনাল যশ চোপড়া মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেতে চলেছেন কিং খান। পুরস্কার প্রদান অনুষ্ঠানে এর বিচারক, যশ চোপড়ার স্ত্রী পামেলাসহ একঝাঁক তারকা থাকবেন। এর আগে এই পুরস্কার পেয়েছিলেন, লতা মঙ্গেশকর, অমিতাভ বচ্চন এবং রেখা। পামেলা জানান, পুরস্কারটি প্রদান করা হবে আগামী ২৫ ফেব্রয়ারি। লতা মুঙ্গেশকর ও অমিতাভ বচ্চনের মতো ব্যক্তিরা; যাদের আমরা কিংবদন্তি হিসেবে জানি তাদেরই এ পুরস্কার প্রদান করা হয়। গত বছর এই পুরস্কার পেয়েছিলেন রেখা। যিনি আগামীতে একজন কিংবদন্তিতে পরিণত হবেন! একইভাবে শাহরুখের জন্যও এটা প্রযোজ্য। যশ ও শাহরুখ খুব ঘনিষ্ঠ ছিলেন। তারা উভয়েই পরস্পরের প্রতি বেশ অনুরাগী ছিলেন। শাহরুখকে এটা তুলে দেয়া মানে যশকে আনন্দিত করা। আর/১৭:১৪/২১ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2i9NwXY
December 21, 2016 at 11:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top