আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা মানেই যেন বিতর্ক! তীর্যক মন্তব্য, পাগলাটে আচরণ, মাদক বিতর্কের পর এবার বিলুপ্তপ্রায় হরিণ শিকার করে নতুন বিতর্কের জন্ম দিলেন ফুটবল ঈশ্বর! ম্যারাডোনার হরিণ শিকারের সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ায় তার বিরুদ্ধে উঠেছে সমালোচনার ঝড়। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একজন সাংবাদিক বিশ্বকাপজয়ী অধিনায়ক ম্যারাডোনার একটি ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যায়, ম্যারাডোনার ডান হাতে একটি রাইফেল আর বাম হাতে একটি মৃত হরিণ। হরিণ শাবকটি আবার অ্যারাবিয়ান অরিক্স প্রজাতির; যা আরবের মরুভূমি অঞ্চলের এই প্রাণীটি সত্তরের দশকে প্রকৃতিতে বিলুপ্ত হয়ে গিয়েছিল। ছবিটির ক্যাপশনে লেখা ছিল, ম্যারাডোনা তার হাতে একটি মৃত অ্যারাবিয়ান অরিক্স নিয়ে দাঁড়িয়ে। জন্তুটি বড় নয়, ছোট একটা শাবক। বড় হলে আক্রমণের শিকার হওয়ার ভয় থাকত! এই ছবি প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সয়ালোচনার ঝড় উঠে। সেই সঙ্গে প্রাণী সংরক্ষণ সংগঠনগুলো প্রতিবাদে জানিয়েছে। অ্যারাবিয়ান অরিক্স প্রজাতির হরিণটি সত্তর দশকে বিলুপ্ত হয়ে গিয়েছিল। পরবর্তীতে ব্যক্তিগত ও দেশ-বিদেশের বিভিন্ন চিড়িয়াখানা থেকে প্রজাতিটির বংশবিস্তার ঘটাতে সক্ষম হন বিজ্ঞানীরা। এরপরও ১৯৮৬ সালে প্রাণিটিকে বিলুপ্তপ্রায় প্রজাতি হিসেবে ঘোষণা করে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ কমিটি। তথ্য সূত্র: ডেইলি মেইল আর/১০:১৪/২১ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2h26B9D
December 22, 2016 at 04:48AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top