কলকাতা, ২১ ডিসেম্বর- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন ডিজিটাল ইন্ডিয়া। চাইছেন লেসক্যাশ ইকনমি। এটা গরিবের ক্ষতি করবে বলেই মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখে এমনটা বললেও চুপচাপ রাজ্য সরকারও ডিজিটাল ইকনমির পথেই চলছে। একশো দিনের কাজের টাকা শ্রমিকদের ব্যাঙ্কঅ্যাকাউন্টে সরাসরি ফেলা নিয়ে কেন্দ্র রাজ্য বিবাদ এখনও রয়েছে। একদিকে বিরোধিতায় অনড় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অন্য দিকে, টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেলার বিষয়ে অনড় মোদী সরকার। কেন্দ্রের সঙ্গে এ নিয়ে বিবাদ চললেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও এবার ডিজিটাল ইকনমির পথেই হাঁটছে। ইতিমধ্যেই মিড ডে মিল কর্মীদের মজুরি সরাসরি ব্যাঙ্ক অ্যাকউন্টে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। নবান্ন সূত্রে খবর, রাজ্যে এক লাখেরও বেশি মিড ডে মিল-কর্মী রয়েছেন। আগামী দিনে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা দেবে রাজ্য সরকার। ইতিমধ্যেই সেই উদ্যোগ শুরু হয়েছে। ১০০ দিনের কাজের টাকা যাতে মধ্যসত্বভোগীদের হাতে না যায়, সেটা নিশ্চিত করতে মজুরি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে চায় কেন্দ্র। প্রকল্প আলাদা হলেও একই কারণেই মিড ডে মিল-কর্মীদের মজুরি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে চাইছে রাজ্য সরকার। এখন রাজ্য টাকা পাঠায় বিভিন্ন ব্লক অফিসে। সেখান থেকে স্কুল টাকা পায় এবং মিড ডে মিল-কর্মীদের মজুরি দেয়। এবার চাষিদের ধান বিক্রির টাকাও সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু করেছে খাদ্য দফতর। যাতে ফড়ে বা আড়তদারেরা সেই টাকায় ভাগ বসাতে না-পারে, তার জন্যই এই পরিকল্পনা নবান্নের। খবরে প্রকাশ, এখন থেকে ধান কেনার ৭২ ঘণ্টার মধ্যে চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেবে খাদ্য দফতর। এই বছর ধান কেনার জন্য কেন্দ্র ও রাজ্য মিলিয়ে মোট ৫০০০ কোটি টাকা চাষিদের অনলাইনে দেওয়া হবে। এখন গ্রামের সমবায় সমিতির মাধ্যমে ধান কেনা হয়। এর ফলে চাষিরা প্রাপ্য টাকা পান না বলে অভিযোগ রয়েছে। এখন রাজ্যে ধান কেনার কেন্দ্র রয়েছে ২৮৫টি। সেখানে চাষিরা গিয়ে নাম লেখালে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নিচ্ছে খাদ্য দফতর। এইভাবেই আগামী দিনে সম্পূর্ণ টাকা মোদীর দেখানো পথে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাঠাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আর/১০:১৪/২১ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hVqWSy
December 22, 2016 at 04:27AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top