কলকাতা, ৫ অক্টোবর- অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপির দাপুটে নেতা মণীশ শুক্লাকে খুনের ঘটনায় সোমবার সকাল থেকে রণক্ষেত্রের চেহারা নিল টিটাগড় এলাকা। রবিবার সন্ধ্যায় টিটাগড় থানার ঢিল ছোঁড়া দূরত্বে বিটি রোডের পাশে প্রকাশ্য গুলিতে ঝাঁঝরা করে খুন করা হয় মণীশ শুক্লাকে । বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ দাপুটে বিজেপি নেতা তথা বারাকপুর মহকুমা আদালতের আইনজীবী এবং টিটাগড় পুরসভার প্রাক্তন বিজেপি কাউন্সিলর ছিলেন তিনি । রবিবার রাতে তাঁর মৃত্যুর ঘটনায় বিজেপি সোমবার ১২ ঘণ্টা বারাকপুর লোকসভা এলাকা বন্ধের ডাক দিয়েছিল। সকাল থেকেই শিল্পাঞ্চলে বনধের কারণে থমথমে ছিল টিটাগড় এলাকা। এলাকার সমস্ত দোকান, বাজার, যানবাহন সবই বন্ধ ছিল এদিন। এদিন সকালে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদল কৈলাস বিজয়বর্গীর নেতৃত্বে টিটাগড়ে মনীশ শুক্লার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। আরও পড়ুন:পশ্চিমবঙ্গে বিজেপি নেতাকে গুলি করে হত্যা কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা মৃত বিজেপি নেতার বাড়ি থেকে চলে যেতেই ফের উত্তপ্ত হয়ে ওঠে টিটাগড় এলাকা। বিজেপি সমর্থকরা দফায়-দফায় বিটি রোড অবরোধ করে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন । আর এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। পরে বিজেপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি ও বোমা বাজি শুরু করে। অভিযোগ পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে এলাকা শান্ত করে। গোটা ঘটনায় রণক্ষেত্র হয়ে ওঠে টিটাগড় থানা সংলগ্ন এলাকা। এদিন টিটাগড় থানার সামনে যেখানে মণীশ শুক্লাকে খুন করা হয়, সেই এলাকাটি ঘুরে দেখেন বারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তিনি বলেন, খুনের ঘটনার তদন্ত শুরু হয়েছে, তবে তদন্তের বিষয় নিয়ে এখনই কিছু বলা যাবে না। সূত্র: কলকাত২৪x৭ আর/০৮:১৪/০৫ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GrAUtc
October 05, 2020 at 07:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top