পাঁচ হাজারের বেশি টাকা জমানোয় আরবিআই-এর নতুন নিয়ম শিথিল

মুম্বই, ২১ ডিসেম্বরঃ প্রায় প্রতিদিনই নতুন নতুন নিয়মে অভ্যস্ত হয়ে পড়েছে আমজনতা। গত ১৯ ডিসেম্বরই আরবিআই ঘোষণা করেছিল ৩০ ডিসেম্বরের মধ্যে পুরনো নোটে ৫০০০ টাকার বেশি জমা দেওয়া যাবে না । শুধু তাই নয়, জমা দেওয়ার সময় একটি ফর্ম ফিলআপ করতে হবে গ্রাহককে ব্যাংকের দুজন আধিকারিকের সামনে এবং কেন এতদিন টাকা জমা দেওয়া হয়নি তার কারণও জানাতে হবে। কারণের বৈধতা দেখে ব্যাংক আধিকারিকের সম্মতি সাপেক্ষে জমা হবে ওই টাকা। কিন্তু ইতিমধ্যেই ক্ষোভ বেড়েছিল বিভিন্ন মহলে। জনরোষের মুখে পড়ে আরবিআই নিজের নেওয়া সিদ্ধান্ত কিছুটা শিথিল করেছে। আজ ফের একটি বিজ্ঞপ্তিতে আরবিআই জানিয়েছে, কেওয়াইসি আছে এমন অ্যাকাউন্টে একাধিকবার টাকা জমা দেওয়া যাবে। সেখানে কোনো ঊর্ধসীমা থাকবে না ৩০ ডিসেম্বর পর্যন্ত।

 



from Uttarbanga Sambad http://ift.tt/2hUz2Ld

December 21, 2016 at 06:43PM
21 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top