বিশেষ প্রতিনিধি ● প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত লাকসামের কৃতি সন্তান আতাউল করিম জুন্নুন প্রোগ্রামার পদে পদোন্নতি পেয়েছেন। তিনি ২০১০ সালের অক্টোবর মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি কর্মদক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে ধাপে ধাপে উন্নতি লাভ করেন। এরপর ২০১৪ সালের জানুয়ারিতে একনিষ্ঠতা, সততা ও বিশ্বস্ততার কারনে মাননীয় প্রধানমন্ত্রী তাকে গণভবনে ‘প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা’ হিসেবে নিযুক্ত করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগদানের পর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ সভায় মাননীয় প্রধানমন্ত্রী, মূখ্য সচিব ও সচিব পর্যায়ের মিটিংয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পরিচালনার দায়িত্ব সফলতার সাথে সম্পন্ন করেছেন।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ব্যাপক উন্নয়নমূলক কাজের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন, সারাদেশে একসঙ্গে ভিডিও কনফারেন্স পরিচালনার কাজে লাকসামের আতাউল করিম জুন্নুন তাঁর কর্মদক্ষতার স্বাক্ষর রেখেছেন।
উল্লেখ্য- আতাউল করিম জুন্নুন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, লাকসামের গণ-পরিষদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আবদুল আউয়ালের জ্যেষ্ঠপুত্র। ’৭১ এ মহান স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনীর হাতে নিহত শহীদ ডা. গোলাম মোস্তফা ছিলেন আতাউল করিম জুন্নুন এর বড় মামা।
আতাউল করিম জুন্নুন লাকসাম পাইলট হাই স্কুল ও নওয়াব ফয়েজুন্নেছা সরকারি কলেজের মেধাবী ছাত্র ছিলেন। নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে তিনি কৃতিত্বের সাথে স্নাতকোত্তর পরবর্তীতে কম্পিউটার বিষয়ে ইন্ডিয়ান একটি প্রতিষ্ঠানে পড়াশোনা করেন।
আতাউল করিম জুন্নুন ছাত্রজীবনে খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে লাকসামের পরিচিত মুখ ছিলেন। লাকসাম রেলওয়ে বয়েজ ক্লাবের হয়ে প্রথম ক্রিকেট খেলা শুরু করেন। আহমেদ হোসেন স্মৃতি সংসদ ও লাকসাম শেখ রাসেল ক্রিড়াচক্রের হয়েও তিনি মাঠে নামেন। তিনি লাকসাম ক্রিকেটার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন। ব্যাটে বলে ছিলেন একজন অলরাউন্ডার।
মঞ্চ নাটকের অভিনয়েও আতাউল করিম জুন্নুন ছিলেন পারদর্শী। তিনি লাকসাম বিভাষিত নাট্য সম্প্রদায়ের প্রচার ও সাংগঠনিক সম্পাদক হিসেবে একাধিক নাটক করেছেন। সুরেলা কন্ঠের জাদুতে বন্ধুদের আড্ডার মধ্যমনি ছিলেন আতাউল করিম জুন্নুন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত আতাউল করিম জুন্নুন প্রোগ্রামার পদে পদোন্নতি পাওয়ায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাকে অভিনন্দন জানান। সময়ের দর্পণ পরিবারের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানিয়ে তাঁর উত্তরোত্তর সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
The post প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত লাকসামের আতাউল করিম জুন্নুন এর পদোন্নতি appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2h1nrp2
December 21, 2016 at 06:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন