৫০ দিন পর দেশবাসীর সামনে বক্তব্য মোদির

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ ৮ নভেম্বরের নোট বাতিলের পর ৫০ দিন সময় চেয়ে নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন বছরের ঠিক প্রক্কালে, আজ ৩১ ডিসেম্বরের রাতে ফের মোদি দেশবাসীর মুখোমুখি হয়ে কি কি ঘোষণা করলেন তা দেখে নেওয়া যাক।

ভ্রষ্টাচার, কালোধন, জাল নোটের চলছিল দেশজুরে রাজত্ব। যার লোভ সৎ মানুষকেও মাথা নত করতে বাধ্য করে দিত।

মানুষ হাফিয়ে উঠেছিল এই অব্যবস্থা ও দুর্নীতির জালে।

দীপাবলির পর সামগ্র দেশ জুরে চলেছে শুদ্ধিকরণের যজ্ঞ।

সাধারণ মানুষকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।

তিনি বলেন এই প্রথম সরকার ও দেশবাসী একসঙ্গে হাতে হাত মিলিয়ে কোনো কাজ করেছেন।

নতুন বছরে দেশের প্রত্যন্ত গ্রামে ব্যাংকিং ব্যবস্থা পৌঁছে দেওয়ার কথা বলা হয় এবং ব্যাংকিং ব্যবস্থা স্বাভাবিক করার কথা বলেন।

মাত্র ২৪ শতাংশ নাগরিক এতদিন তাদের বার্ষিক আয় ১০ লক্ষ টাকার বেশি দেখিয়ে আয়কর দিয়ে এসেছেন। কিন্তু অঘোষিত আয়ে দেশের কতটা ক্ষতি হয়েছে তার ধারণা নেই কালো টাকার কারবারিদের।

দুর্নীতিবাদ, আতঙ্কবাদীরা এই বিপুল পরিমাণ কালো টাকার উপর নির্ভর করত। কিন্তু নোট বাতিলের প্রভাব একটু হলেও তাদের এপর প্রভাব ফেলবে বলে আশাবাদী তিনি।

আইন চলবে আইনের পথে। অসৎদের বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা।

ব্যাংক কর্মচারীরা এই কাজে দিনরাত এক করে প্রধানমন্ত্রীর সাথে থেকেছেন ধৈর্য নিয়ে, কিন্তু তা সত্ত্বেও কিছু অসৎ ব্যক্তি এই কাজে যুক্ত থাকায় দুঃখ প্রকাশ করেছেন তিনি।

সরকার নতুন বছরে দুটি প্রকল্প হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে শহরে ৯ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণে মিলবে ৪ শতাংশ ছাড়। ১২ লক্ষ টাকা পর্যন্ত মিলবে ৩ শতাংশ ছাড়।

গ্রামে নতুন বাড়ি বানানো ও সংস্কারে ২ লক্ষ টাকা পর্যন্ত মিলবে ৩ শতাংশ ছাড়। এছাড়া কেন্দ্রের তরফে ৩৩ শতাংশ বেশি ঘর বানানো হবে গ্রামাঞ্চলে।

প্রবীণ নাগরিকদের ১০ বছরের জন্য ৭.৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে সুনিশ্চিত ৮ শতাংশ হারে সুদ মিলবে।

৬০ দিনের জন্য মকুব কৃষিঋণ।

ছোট ব্যবসায়ীদের জন্য ক্রেডিট গ্যারেন্টি ১ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ কোটি টাকা করা হয়েছে।

অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য অর্থিক সাহায্য করা হবে ৬০০০ টাকা। যা তাদের ব্যংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে।



from Uttarbanga Sambad http://ift.tt/2hWqm3I

December 31, 2016 at 10:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top