শুরুতে অনেক সুযোগ তৈরি করলেন লিওনেল মেসি, নষ্ট করলেন কিছু। তবে দ্বিতীয়ার্ধে পাসিং ফুটবলের অনন্য নির্দশন আর মেসি জাদুতে লা লিগায় টানা তিন ড্রয়ের পর দুর্দান্ত এক জয় তুলে নিল বার্সেলোনা। শনিবার স্থানীয় সময় দুপুরে ওসাসুনার মাঠে ৩-০ গোলের জয়ে জোড়া গোল করেছেন আর্জেন্টিনা অধিনায়ক। অন্য গোলটি লুইস সুয়ারেসের। প্রথম দুটি গোলেই দারুণ অবদান রাখেন জর্দি আলবা। ওসাসুনার মাঠে শুরুর দিকে ধীর ফুটবলে গতির সঞ্চার করেন মেসি। নবম মিনিটে বুটের বাইরের পাশ দিয়ে চমৎকার পাস দেন ডি-বক্সে ঢুকে পড়া সুয়ারেসকে। ফাঁকায় বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন উরুগুয়ের এই স্ট্রাইকার। পরের ১৫ মিনিটে আরও তিনটি সহজ সুযোগ নষ্ট হয় বার্সেলোনার। দ্বাদশ মিনিটে জর্দি আলবার পাস ধরে ক্ষিপ্র সুয়ারেস ৯০ ডিগ্রি ঘুরে শট নিয়েছিলেন; কিন্তু বল লাগে পোস্টে। দুই মিনিট পর হতাশা বাড়ান মেসি। একমাত্র বাধা গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি। কোনাকুনি শট এক পা দিয়ে কোনোমতে ঠেকান স্প্যানিশ গোলরক্ষক নাউসেত পেরেস। ২৪তম মিনিটে আর্জেন্টাইন তারকার আরেকটি প্রচেষ্টা এক হাত দিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক। প্রথমার্ধের বাকি সময়েও এক টানা আক্রমণ করে যাওয়া বার্সেলোনা বিরতির আগে মোট ১১টি শট নেয়, তবে সাফল্য মেলেনি। পাল্টা আক্রমণে ৩১তম মিনিটে এই অর্ধের সহজতম সুযোগটি পেয়েছিল ওসাসুনা; কিন্তু গোলমুখে বলে পা লাগাতেই পারেননি স্প্যানিশ ফরোয়ার্ড ওরিওল রিয়েরা। দ্বিতীয়ার্ধের শুরুতে দুর্ভাগ্য বাধা হয়ে দাঁড়ায় স্বাগতিকদের সামনে। ৩০ গজ দূর থেকে স্প্যানিশ ফরোয়ার্ড সের্হিও লেওনের শট ক্রসবারে লাগে। ৫৯তম মিনিটে পাসিং ফুটবলের দারুণ নিদর্শন রেখে এগিয়ে যায় বার্সেলোনা। মেসির বাড়ানো বল পেয়ে স্প্যানিশ ডিফেন্ডার আলবা বাঁ দিক থেকে ছোটো বক্সে পাস দেন। ফাঁকা জালে বল পাঠাতে সুয়ারেসের একটা আলতো টোকারই দরকার ছিল। গোলটির আগে অনেকটা সময় নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে আক্রমণের ফাঁক বের করে বার্সেলোনা। ৭২তম মিনিটে মেসির ব্যবধান দ্বিগুণ করা গোলটির উৎস ছিলেন তিনি নিজেই। বাঁ-দিকে ছুটে আসা দেনিস সুয়ারেসকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন। পরে বাইলাইন থেকে আলবার দুর্দান্ত কাটব্যাক পেয়ে লক্ষ্যভেদ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। আর যোগ করা সময়ে একক নৈপুণ্যে ডিফেন্ডারদের ভ্যাবাচ্যাকা খাইয়ে স্কোরলাইন ৩-০ করেন মেসি। পায়ের জাদুতে দুই জনকে কাটিয়ে তিন জনের মধ্যে দিয়ে বল জালে পাঠান এবারও বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে থাকা এই তারকা। এবারের লিগে মেসির এটি একাদশ গোল। সমান ১০ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছে তার সতীর্থ সুয়ারেস ও রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদো। এই জয়ে শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে ব্যবধান কমালো বার্সেলোনা। ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লুইস এনরিকের দল। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৩৪। আর/১০:১৪/১০ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hfrz6t
December 11, 2016 at 04:44AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.